মহামারী

✍️কলমে: গীতশ্রী সাহা

কোন্ নিয়মে আবার এলো ভাইরাস মহামারী
লক্ষ প্রাণের হলো বলি নিঃশ্বাস হলো ভারী।
জীবন ছিল লাগাম ছাড়া হৈচৈ কলরব
হঠাৎ করে বদলে গেলো ওলটপালট সব।
ঘরে বসে হচ্ছে অফিস কম্পিউটার ফোনে
কিছু আবার হলো ওপেন আশঙ্কা তাই মনে।
পেটের টানে ছুটছে লোকে করতেই হবে কাজ
যাঁরা এখন তাও হারাল তাঁদের মাথায় বাজ।
পকেটেতে স্যানিটাইজার মাস্ক দিয়ে মুখ ঢাকে
চলার পথে সঙ্গী ওরা সবসময়ই থাকে।
বাঁচতে গেলে মানতে হবে কিছু নিয়ম কানুন
দরকারেতে বেরোন শুধু একটুখানি মানুন।
সাক্ষাৎ হোক করজোরে করমর্দন ছাড়া
দূরত্বটা থাকুক শুধু মানবিক হোক ধারা।
লড়ছে যাঁরা ময়দানেতে কর্তব্যের ডাকে
প্রার্থনা এই তাঁরা যেন সুস্থ সবল থাকে।

RELATED ARTICLES

Most Popular