মৎসগন্ধা

✍️কলমে: পৃথা চট্টোপাধ্যায়

প্রবাসী শীত জাঁকিয়ে বসছে শহরে
তোমাকে লিখে চলেছি অসহিষ্ণু চিঠি
কিছু বেমানান শব্দ কমলার রসে
প্রতীক্ষারত, তোমার উষ্ণ ঠোঁট ঘিরে।
মাঠে মাঠে শস্য ভরে আছে আকাঙ্ক্ষার
কোনো চারাগাছ নেই, তবু মাটি খুঁড়ে
ফেলি আজকাল একসাথে অনেকটা।
দীর্ঘ ছায়াপথ বিস্মৃত কথার মতো
প্রতি মুহূর্তে তোমাকেই স্মরণ করে ,
প্রিয়জনেরা অভ্যর্থনায় সমাগত।
তুমি কেমন আছো জানতে ইচ্ছে করে
কেন যে এতো আবছা হচ্ছো আজকাল
ভেসে উঠছো দুরন্ত মৎস্যগন্ধা হয়ে
কখনও ঊর্ণণাভ জালে চলাচল
বাসনার রং লেগে থাকে স্বর্ণবলয়ে।

RELATED ARTICLES

Most Popular