Homeসাহিত্যরবিয়াণীইত্যাদি ইত্যাদি

ইত্যাদি ইত্যাদি

✍️কলমে: তপনজ্যোতি মাজি

ম্যাজিক লণ্ঠনের কথা কোথাও পড়েছি I

গল্পটা ভুলে গেছি ,
অথচ শব্দবন্ধটা বিলক্ষণ ভাবায় I

এইসব আশ্চর্য ভাবনার কুহকে জীবনকে রূপকথা
ভেবেছিলো কলম্বাস I
দেশ আবিষ্কার অনুষঙ্গ মাত্র I

কে কাকে কীভাবে ভাবায় ,
কেন মন হয়ে যায় পরিব্রাজক I
উত্তর খুঁজি
গভীর রাতের টেবিল ল্যাম্পের জাগ্রত অলোয় I
জীবন তবু থেকে যায়
অকর্ষিত ভূমি I

এত বিবিধ ইত্যাদিতে এই ছোট একটা জীবনকে
মনে হয় স্বয়ংক্রিয় চৈনিক খেলনা I

RELATED ARTICLES

Most Popular