ছায়া জারুল

✍️কলমে: রোকেয়া ইসলাম

আসছি আমি আবার আসছি একা
ভাল ছিলে রেলস্টেশন শিউলিতলা
টিকেট চেকার দূর পথ অটোরিকশা
ভাল ছিলে মেঘ কবিতা বৃষ্টি গান
ফুটপাতের খুচরো দোকান তীব্র যানজট
দেয়ালের ছবি ধুলিময়
ডাকবে কি ধোয়া ওঠা গরম পাকোড়া সমুচা
তোমার আসছি তোমার জন্য ফেরা

ভয় পেও না হৃদ- পোড়া কৃঞ্চকলি আমি
নেব না বেহিসাবি রক্তপাতে সবুজ ফসল কেন এলোমেলো?

আমি না এলেও আসবে আমার অপ্রতিরোধ্য ছায়া
আঁতকে ওঠে বিষম খেলে!!
আরে ওতো ছায়া নয়, ছায়ার কায়া
থাকবে অবিচল…

RELATED ARTICLES

Most Popular