Homeসাহিত্যরবিয়াণীঅন্তরা দাঁ এর দুটি কবিতা

অন্তরা দাঁ এর দুটি কবিতা

✍️কলমে: অন্তরা দাঁ 

প্রেমিক শীত

বাউন্ডুলে শীতে’র গায়ে
কুয়াশা’র চাদর জড়িয়ে
চলে গ্যাছে হেমন্তের দিন

ফসলে’র গান তখনও
লেগে আছে কাস্তে’র ঠোঁটে

খোলা চাঁদ হারিয়েছে যৌবন
তবু শুকনো স্তন থেকে
ফোঁটা ফোঁটা ঝরেছে শিশির

নখে-দাঁতে সারারাত যে মেয়ের
ছিঁড়েছে শরীর
অসতর্ক, খুবলে খেয়েছে মন

মেথর-পট্টি’র নর্দমায় মুখ গুঁজে
সস্তা ব্লাউজের ছেঁড়া হুক বেয়ে
ব্যথাতুর বিভাজিকা যেন
হাপরের আগুন — মচমচে লাল
বোবা কালসিটে জমে নীল অভিসারে

শীত শুধু ঢেকে দেয়
আ-খোলা তলপেট
উদাত্ত প্রেমিক সে যে!

RELATED ARTICLES

Most Popular