Homeসাহিত্যরবিয়াণীকবিতা ক্রান্তিকাল ও দমবন্ধ পার্শ্বিক

কবিতা ক্রান্তিকাল ও দমবন্ধ পার্শ্বিক

✒️কলমে: অর্নব আশিক


ক্রান্তিকাল।                                                   জেগে থাকে দিন-রাত,
চতুর্দিকে বিপন্ন মানুষ
আড়মোড়া ভেঙে উড়তে চায়
আঁধারের পাখি, মনুষ্যজীবন।

এ এক ক্রান্তিকাল
অন্ধকার দুর্দিন হানাদেয় প্রতি ঘরে
থাবা তোলে হাহাকার
দূর্বিষহ জীবন
আঁধার চিরে ঘুরতে থাকে-
স্বপ্ন-ঘোর মানবতা
জীবনের দুদিকে গভীর খাদ…

২/
দমবন্ধ পার্শ্বিক।                                      নির্জনতার আকাশে বিকেলের ধূসরতা
হৃদয়ের কোনে লেগে আছে কিছু রোদ
দশদিক কাঁপিয়ে ট্রাক যায়
মৃত্যুর কিছু হাহাকার নিয়ে
পরে থাকে ঝিঙেফুলের মত জীবন
হাঁটু মুড়ে দেখে জগৎ -সংসার।

শুনশান নীরবতা চিন্তার ভাঁজে
ভিতরে আঁধার বাহিরে আলো
বিড়াল থাবার নম্রতা খোঁজে বিকেলের রোদ
অন্ধ ফাগুনে রক্তক্ষরণ পাথরেরও হয়
আলপথ ধরে হেঁটে যায় জীবনের হিসাবনিকাশ
দিনমান থাকে নিশ্চুপ।

RELATED ARTICLES

Most Popular