ছায়াপথ

✒️কলমে: রীতা দেব (বেরা )

নেভা নেভা ছায়াপথ ধরে
ঝরে পড়া শাল – পিয়ালের উষ্ণ আলিঙ্গনে ,
এক চিলতে আলোর আশায় –
মুক্তিপণের অশ্বমেধের মৃত ক‍্যানভাস দেয়
শূন‍্য থেকে অন্তরের হাতছানি ‌।
স্যাঁত স্যাঁতে মনের অলিন্দের
অলি – গলিতে ক্ষয়িঞ্চু বর্তমান ,
মুছে ফেলতে চায় অহরহ –
নৃশংস রক্তলাভার সৃষ্টাতুর অতিময়তা
আনন্দ উদ্বেলিত নতুন ছায়াপথ ।

নিঃস্বার্থ মুক্তিপণের উদভ্রান্ত সৃষ্টিপথে
উড়বে কেতন নক্ষত্র বর্জিত আলোক আলপনায় —
মহাপ্রলয়ের অঙ্কুরোদগমের নিঃশ্বাস বেয়ে
ধেয়ে আসুক রামধনুর উজ্জ্বল প্রবাহমানতায় ,
বৃষ্টিস্নাত আলোক – সূর্যের ছায়াপথ ।

RELATED ARTICLES

Most Popular