Homeসাহিত্যরবিয়াণীকুসুমে কুসুম পরাগ

কুসুমে কুসুম পরাগ

✒️কলমে: বিকাশ চন্দ

শহর গ্রামের উষ্ণ বুকে পাঁজর ছুঁয়ে ঘুম—
অজানা বিষণ্ণতা হৃদপিণ্ডের ছন্দ মেপেই চলে,
তাত্ত্বিক শীতেরা ও আজকাল আধুনিক হয়ে গেছে
মায়াতরু ও জানে অপরাজিতা স্পর্শকাতরতা।
#
সুখ দুঃখ জেগে থাকে জ্যান্ত মানুষের অধিকারে—
ছেঁড়া ফাটা হৃদয়ের ঘরে আড়ালে আত্মার তুরপুণ,
প্রতি দিন রক্তাক্ত সেলাই করে আমার চর্চিত মুখ—
চোখ বন্ধ করলেও দু’পাশেই বসে অবাক সংসার।
#
অচেনা মুখেরা দু’চোখে ফেলে গেছে ছায়া ছন্দ রূপ,
ব্যাতিক্রমী অকথা বলেনি অন্তত জ্যন্ত প্রাণী ভেবে—
সকল গৃহস্থ জানে সমস্ত বরণ ডালায় জ্বলে প্রদীপ
কোথাওবা শরীরের ঘ্রাণ টানে মন ফকিরার পথে,
নিরহংকার পায়ের ছাপ সাদা কাপড়ে সযত্নে রাখা—
জন্ম বোধে উত্তরাধিকার ছুঁয়ে কুসুমে কুসুম পরাগ।

________________________________________

RELATED ARTICLES

Most Popular