দ্বৈধ

✒️কলমে: কণিকা দাস

বিচ্ছিন্ন চিতায় পোড়ে বিশ্বাসী মন
ছাই হয়ে যায় স্বপ্ন ইমারত
কতদিন একফোঁটা জলের আর্তনাদে
বুকের ভিতরটায় তীব্র হাহাকার
সাহারার চোখ জ্বলে বিষানলে
বেঁচে থাকার সংগ্রামে আত্মবলিদান।
কখনো খড়দহ, কখনো বারিধারা …..
ব্যথার ক্ষতস্থানে সান্ত্বনার প্রলেপ
বিকল্প পথে জীবনধারার খোঁজ
এভাবেও জীবন বয়ে চলে নদীর মতো।
কিছুটা ঋণ রয়ে যায় প্রকৃতির কাছে
কিছুটা শোধ হয় মৃত্যুকে ভেবে
বিপন্ন মানুষ হতাশায় খোঁজে ঈশ্বর।
একদিন সব শেষ হয় অনন্ত শূন্যতায়
চিতার আগুনে পোড়ে অহংকার
প্রিয়জনের দীর্ঘশ্বাস স্বস্তির না বিষাদের
সময় তা বুঝিয়ে দেয়, তবু হুশ ফেরে না
বিবেকহীনের কেবল লোকাচার।

RELATED ARTICLES

Most Popular