Homeসাহিত্যরবিয়াণীবিমল মণ্ডলের ৫টি কবিতা

বিমল মণ্ডলের ৫টি কবিতা

✒️কলমে: বিমল মন্ডল

১.
নুজু মাঝি

লকডাউনে বাড়িতে অভাব নিয়ে
নুজু মাঝি রোজ নদীর দিকে তাকিয়ে থাকে
উদাস হয়ে তাকাত আকাশে দিকে

বাড়িতে নয়টি পেট
চেঁচামেচি প্রিয়জনের

বেলা বাড়ে। প্রখর দৃষ্টিতে সূর্য
হাঁটে। কথা বলে নৌকাগুলোর সাথে
তাদের অভাব জানে নুজু মাঝি
তাই সারা শরীর মুছে দেয়

চোখে জল আসে। আবার হাঁটে
বিকেল গড়িয়ে সন্ধ্যা আসে
চালের হাঁড়িতে জল ফুটছে
কতগুলো শিশু ছুটে আসে

মা পরিবেশন করেছে
আলু মেশানো ফ্যান ভাত

নুজু মাঝিও আনন্দে খায়
রাত গভীর হয়, বৃষ্টি আসে

ঘুমহীন চোখে শুধু অপেক্ষার ছাপ ।

২.
লুকোচুরি

ঘরের ভেতরে আর একটি মনঘর
ফিসফিস করে অন্ধকার
হাজার বছরের খেলা সাজানো শরীরে

দীর্ঘক্ষণ আমি দাঁড়িয়ে বাইরে
চারদিক খুব শান্ত আর নিঝুম
কোথাও শব্দ নেই

অন্ধকারের ভেতরে অন্ধকার
হাল্কাপনা বাতাসে
লুকোচুরি খেলার গন্ধ ভেসে আসে।

৩.
উপহার

এলইডি ল্যাম্পের সাদা উজ্জ্বল আলোর নীচে
তোমার চোখেমুখে আনন্দ ঝলমলে
চারপাশে পদাবলীর সুর
ভেসে আসে অকারণে
বৈশাখী হাওয়ায় টানটান শরীরে
নেমে আসা বারান্দায় বেশ রঙিন মায়াময়
কৌতূহলের ঝিলিক তুলে

পৃথিবীর নিভৃত অনুরাগে
আমার শরীরে উঁকি দেয় উদ্দাম ভালোবাসা
নির্জন ঘরে কাঙ্ক্ষিত পুরুষ হয়ে
সারপ্রাইজ গিফট তুলে দিলাম
তোমার সারা শরীরের আনাচে -কানাচে ।

৪.

ক্লান্ত রাত

মাথার ওপর নক্ষত্রহীন কালচে আকাশ
লাইটপোস্টের আলোয় আধো- নির্জন
রাস্তার ওপর দুটো ছায়া
সুগন্ধি আঙুলের পেলবতা
ছায়াশরীর ছুঁয়ে যায়
আকাশি – নীলের আড়ালে
তোমার নিজস্ব গন্ধ,
স্বপ্ন ভালোবাসার মুগ্ধতা বিশ্বাস

সকলের অলক্ষ্যে ভেঙে চুরচুর হয়ে যায়
রাত্রির কুয়াশামাখা অন্ধকারে
ক্রমশ ঝাপসা হয়
ঝরে যায় টলটলে স্বপ্নবিন্দুগুলো
নেমে আসে পৃথিবীর কাছে- দূরে
নিস্তব্ধ ক্লান্ত রাত।

৫.

নিঃস্পন্দ আত্মার ভেতর

ঠিকঠাক বোঝানো যায় না
আসলে মানুষ মনের নানা ব্যাধি
ক্রমশ ঝাপসা হয়ে যায় ভয় কিংবা চাহিদায়

তারা এক মৃত্যুর ছোঁয়া বয়ে আনে
এই শান্তির পৃথিবীতে

শুরু হয় হিম আর নামান্তর যুগ
ফুসফুসে লেগে থাকা ছোঁয়াচে দাগ
যেন তুচ্ছতার শিকার
রক্তিম চোখে বীভৎস ক্ষুধারে
নিয়ে চলে
অজানা মিথ্যার বরফের দেশে
যেখানে মানুষ বোবা মুখে বসে

মৃত্যু ঝড়।অবাক জলপান
স্থির চোখে মৃত্যুর পর মৃত্যুর অশ্রুপাত।

পরিচিতি

: বিমল মণ্ডল জন্ম- খেজুরী থানার অন্তর্গত -চৌদ্দচুলী গ্রামে। শিক্ষাগত যোগ্যতা এম.এ (বি.এড)। । নেশা – বই পড়া। ছোটো থেকেই কবিতা, গল্প, প্রবন্ধের প্রতি ঝোঁক । রচিত গ্রন্থগুলি হলো-অর্পণ, হারিয়ে যাওয়া কবিতা, শিরোনাম নেই, আকাশ তুমি জানো, বিশ্বাসের চুপকথা প্রভৃতি।এছাড়া নজরুল ইসলামঃ কবি ও কাব্য নামে একটা প্রবন্ধ। সম্পাদিত পত্রিকা- অঙ্কুরীশা । পেশা- স্কুল শিক্ষক। –

RELATED ARTICLES

Most Popular