Homeসাহিত্যরবিয়াণীএকটা খুশিমন

একটা খুশিমন

✒️কলমে: তাপস ওঝা’

কাজ চালানো গোছের একটা আশঙ্কা
তৈরি করি
তৈরি করি বিদিশার ছেলেবেলার ছবি
শীর্ণ একটা নদী তৈরি করি
তার ওপরে কাজ চালানো গোছের
একটা আকাঙ্ক্ষার সাঁকো
যেমন তেমন একটা কেচ্ছা তৈরি করি
এবার আশঙ্কার সঙ্গে আকাঙ্ক্ষার লেগে যাবে
দুজনেই সেজেগুজে বাংলা সিরিয়াল …

একটা খুশিমন তৈরি হতে হতে
কিছুই হল না !
————–

ভেতরে ভেতরে ভাঙে
——–
ভেতরে ভেতরে ভাঙে-
দুচোখের মাঝখানে ভয়ের মতো ছায়া,
আবার, তেমন উঠোনে
একটা গুমোট অপেক্ষা,
আসুক, ঝড় আসুক-
খিদে, রাগ আর নিশ্চিত হতাশার সময়েও
তোমাদের মন রেখে কথা বলতে হবে, জানি।
কী দায়িত্ব!
ভেতরে ভেতরে ভাঙি-
বুকের ভেতরে কত কী যে ভাঙে

ভেতরে ভেতরে ভেঙে যায় অনন্ত ভোটবাক্স।

RELATED ARTICLES

Most Popular