Homeসাহিত্যরবিয়াণীরামকিশোর ভট্টাচার্যের কবিতা

রামকিশোর ভট্টাচার্যের কবিতা

✒️ কলমে: রামকিশোর ভট্টাচার্য

কবিতা ১

চাঁদ মরে পড়ে আছে লাইনের ধারে
টাইম এক্মপ্রেসে পাচার হওয়া
জবুস্থবু বন্দী মাথার দল জানেনা
কখন হাত ধরাধরি নেমে যেতে হবে ৷ তবু চেনা রঙ ভেবে
একে অপরের দিকে ঝুঁকে থাকে
যেন তারে বাঁধা দেখন হাসির দল
দূরে পাত্রহীন খাবারের পাশে বেজে ওঠে জীবিকার রাগ …

কবিতা – ২

উড়ে যায় পুরোনো ঠিকানা..
অপেক্ষারাগের সুরে নিরন্তর
বদলে যেতে যেতে
শান্তির টার্মিনাস তুমি
বসে থাকো দু’ পা ছড়িয়ে,
কত অজুহাত ধরে ভোরগুলি চলে যায়…
দূরে
শোক দেখে দেখে কারও ঘুম ভেসে যায়….

RELATED ARTICLES

Most Popular