Homeসাহিত্যরবিয়াণীভেঙে দিল ঢেউ

ভেঙে দিল ঢেউ

✒️ কলমে: স্বরূপ ঘড়া

নদীর কাছে গিয়ে শুধিয়েছিলাম,
তুমি মৌমাছির গুঞ্জন শুনেছ?

একটি কিশোরী তাকিয়ে আছে নৌকার দিকে
এক বৃষ্টি জল নিয়ে চোখে

তবু ও সন্ধ্যা হলে
জলপরীরা ছুঁয়ে যায় তোমার বুক

আবার শুধিয়েছিলাম,
সব বৃষ্টি তোমাতেই মিশে যায় তো?

মেঘের ছায়ায় ভেসে উঠল
মেয়েটার হাসি মুখ

ভেঙে দিল ঢেউ।

RELATED ARTICLES

Most Popular