Homeসাহিত্যরবিয়াণীশুভময়ের দুটি কবিতা

শুভময়ের দুটি কবিতা

 

✒️কলমে: শুভময়

জলচৌকি

বুকের মধ্যে একটা উঠোন জলচৌকি ভোর
একটা দুপুর অলস বিকেল অপেক্ষাতেই তোরll হাতের মুঠোয় ফুসমন্তর তেপান্তরের মাঠ
ছুঁয়ে দিলেই সব পাওয়া হয় আরশি নদীর ঘাট ll চোখের তারায় বসত করা আদিমকালের ঝোরা
শুকোয় না সে বইছে কেবল সাতশো নদী পোরা ll চুলগুলো আজ ইলিবিলি ফাঁদ কাটা রোদ্দুর
ঘোরলাগা সব গন্ধ স্মৃতি কে জানে কদ্দুর !!  পিঠে ঘাড়ে স্মৃতির পিঁপড়ে কাটছে আঁচড় আজও
পিঁপড়ে বলে ও বোকারাম কার জন্য সাজো?সেজে থাকি সকাল-সন্ধ্যে জল চৌকি পাতা
আসবি বলেই গান লেখেনি স্বরলিপির খাতা ll আসবি বলে ঘর বাঁধিনি ঘর ছাড়িনি আজও
এই ঘরেতেই ঘর ভরেছি আজও খোলা দ্বারও ll

 

ll আলপথ ll
——– শুভময় ——–

কে যে বানিয়েছে এই ছোট ছোট টিলা জনপদ
লালমাটি ঝুঁকে পড়া বাঁশবন
কে যে শুনিয়েছে শ্রীমতীকে মৃদঙ্গ মিঠেবোল
সাজালো সাঁঝবাতি অনুখনll

কে যে চলতে বলল স্রোতকে “জলচল জলচল”
অসংখ্য ধূলিকণা ঘ্রান সুখ
কে যে বানালো সবুজের ঘরবাড়ি পাখিডিমবাসা
ওপরে চাঁদের টোপর মুখll

বায়ু বয় কাৎ হয়ে দ্যাখে বালিয়াড়ি কেয়াবাঁশবন
চাঁদের নরম পসরা আলো
লালপিঁপড়েই জানে আলপথ ধরে ধীরেধীরে চলা
বলে “এ জীবন যন্ত্রনা ভালো”ll

RELATED ARTICLES

Most Popular