তিলোত্তমা

✍️কলমে: অপর্ণা দেওঘরিয়া

তুমি এক অভিমানী
অতলস্পর্শী আলোয়
জেগে থাকা যন্ত্রণার মেঘ।

প্রহরে প্রহরে তুমি প্রলয়ের আশঙ্কায়
ভেঙে যাও শ্রেষ্ঠার সিঁড়ি
যেন বা জ্ঞানের শেষে প্রেরণার সুখের সোহাগ…

ছায়া ও প্রতিচ্ছায়ায় তুমি এক জীবনের বোধ,
সবুজ সুজন ময় বিষণ্ণ আকাশ…
প্রাচীন শ্লোকের ভাষায় প্রিয়তম হয় ওঠা পাখি,
শান্তির অপার সুখে পথ দাও
পথহীনাদের,
পাপীদের দান করো ক্ষমা।
তুমি হে সৃষ্টি মুখ
অমৃতের প্রিয় তিলোত্তমা।


বিনোদিনী

অপর্ণা দেওঘরিয়া

এক প্রস্থ বৃষ্টির পর
বিনোদিনী সেজে উঠবে ফের।

ছলনাময় মিডিয়ায় নির্মল আকাশ যেন
হারিয়েছে সুখের উড়ান।

গ্রীণরুমের আলো
ম্লান মুখ জীবনের ছায়ায়
অপেক্ষা করে যেন চলমান সিরিয়ালের আশায়।

গাছের সবুজ গন্ধ
বৃষ্টির অভিসার
অভিমানের মেঘমালা
দিগভ্রান্ত সাঁঝের তারা
তবুও যে গান বাঁধে সুরে।

সত্যের নিম জোছনায়
বিনোদিনী পথ হাঁটে
সংসার সরে যায় দূরে।

RELATED ARTICLES

Most Popular