Homeসাহিত্যরবিয়াণীমধ্য প্রজাতন্ত্র

মধ্য প্রজাতন্ত্র

✒️ কলমে: রবীন বসু

দেহ ভাঙে, চোখ ভাঙে, ভেঙে যায় ক্ষত
চোখের গভীরে জ্বলে এ দৃষ্টি, দৃশ্যত
অন্য ভাঙা, অপরিমেয় শোক মাড়িয়ে
দেশ বস্তুত খাদের কিনারে দাঁড়িয়ে।

কালো পিচ গলে, গলে পায়ের চামড়া
অভিবাসী তুমি জানা নেই সে সংজ্ঞা,
বাঁচবে কেমন করে ক্রুর এই রাষ্ট্র
নির্বাসন দেয় যখন রাগার্ত ব্যাঘ্র!

মাইল মাইল নয় দূরত্ব অনেক
সবটাই ষড়যন্ত্র, প্ল্যান-মাফিক
নির্দয় রাষ্ট্র শুধু প্রতিহিংসা খোঁজে
তোমার শ্রমের ঘামে ওরা মুখ মোছে।

লজ্জা হয়, সুচতুর এ আমলাতন্ত্র
তাকে নিয়ে আমাদের মধ্য প্রজাতন্ত্র!

.  তোমার শ্রমের ঘামে
রবীন বসু

আজ এই নিরালম্ব দিন হেঁটে এল ঘরে
চিৎসাঁতারে ভাসে গুমোট গৃহান্ধকার
তিজেল হাঁড়ির মধ্যে যৎসামান্য খুদকুঁড়ো
ক্ষুধা চেয়ে চেয়ে দেখে
মধ্যরাত পাড়ি দিয়ে চাঁদ ক্লান্ত
জোনাকিরাও শয্যা পাতে ঘুমুতে যাবে
অবশেষ গায়ে মেখে নিদ্রাচ্ছন্ন দূরের গ্যালাক্সি
রাত্রি অবসানে ফিনকি দিয়ে বেরিয়ে আসবে
নতুন দিনের সূর্য ; তুমি তাকে বসতে দিও
পিঁড়ি পেতে খেতে দিও খুদসিদ্ধ
হাঁ-মুখ সভ্যতা পেটপুরে কিছু উষ্ণতা ভরে নিক

তোমার শ্রমের ঘামে বাড়িঘর আলোকিত হোক…

RELATED ARTICLES

Most Popular