Homeসাহিত্যরবিয়াণীআশিস গিরির দুটি কবিতা

আশিস গিরির দুটি কবিতা

✍️কলমে: আশিস গিরি

তক্ষশীলার ঝুরি

রাতের বুকে ঝুরি নামছে আস্তে আস্তে…
আজ দিনভর বৃষ্টি ছিল শুধুমাত্র
তোমাকে সরস করবে বলে,
ঝুরি তোমার সানিধ্য পেলে,
মাথার উপর একটা আকাশ টাঙাবে,
মায়াময় চাঁদোয়ায় ঢেকে রাখবে অন্তরলগ্ন শরীর,
শরীরময় অম্বুবাচী ভূমি,
আজ দুপুরে স্নানঘরের জানলা বেয়ে
যে তোমাকে আবৃত করতে চেয়েছিলো,
সে আসলে তক্ষশীলার একটি বটগাছ.

বিকেল গড়াচ্ছে

বিকেল গড়াচ্ছে দেখো
কোনো এক টগর ফুলের গ্রাম
জোনাক আলোর আভা মেখে
কিশোরীবেলার দৌড়ে মেতেছে ,
কি যেন নাম একটি বাঁকের ?
কাঁঠালের গন্ধ মেখে যে মেয়েটি
এলোচুল ছড়িয়ে গেলো গায়ে
সে তুমি , লিচু ফুলের ডাকে
আমি বৈরাগ্য ছেড়েছি ,
এই গেঁও গেরস্থালির
তুমিই সান্নিদ্ধ চেয়েছো
না বলা কোথায় ,
এসো আজ রামি – চন্ডিদাস পড়ি
প্রথম দেখা চাঁদের আলোয়…

RELATED ARTICLES

Most Popular