Homeসাহিত্যরবিয়াণীরাকিবুল রকির দুটি কবিতা

রাকিবুল রকির দুটি কবিতা

 

✍️কলমে: রাকিবুল রকি

এখন নিশ্চয় ভালোই আছো

এখন নিশ্চয়
ভালোই আছো
ভুলেই আছো এই আমাকে
এখন নিশ্চয়
তোমার মতো
থাকতে পারো দিনে ও রাতে

এখন নিশ্চয়
আমার মতো
কেউ ডাকে না- কেউ আসে না
মধ্যরাতে
মিনি ফোনের
বিরক্তির ম্যাসেঞ্জারে

এখন নিশ্চয়
ইচ্ছেমতো
আঁকতে পারো ছবির রঙে
খেয়াল খুশি
কিন্তু তুমি
বলো তো সোনা আগের মতো

রঙ ফোটে কি?
স্বপ্নগুলো
আজ হাসে কি সাদা কাগজে-
হাস্নাহেনা
যেমন করে
উঠতো হেসে রাতের বুকে?

আমি কিন্তু
ভালোই আছি
ফাস্টো ক্লাস, হেব্বি বস
তবে কি জানো
মাঝেমধ্যে
পাঁচ মাত্রা নিয়ম ভেঙে

সাত মাত্রা
স্পর্শ করে
না চাইলেও। বুঝি বা সেই
না চাওয়ায়াটা
তুমি হয়েই
এই জীবনে জড়িয়ে আছো

এখন নিশ্চয়
ভালোই আছো
ভুল হয়েও সাপের মতো
এই আমাকে
রেখেছো ধরে
আলিঙ্গনে ভীষণ ভাবে

 

বাজার

মাংস কিনতে গিয়ে দেখি
কসাইয়ের দোকানের
বাঁকানো শিকে
ঝুলছে আমারই কাটা মাথা
তার থেকে টুপটুপ করে
ঝরে পড়া রক্তে
ফুটে উঠছে, পৃথিবীর
যাবতীয় মজলুমের মাতৃভাষা
বর্ণমালা – আর তা মুহূর্তেই মিলিয়ে যাচ্ছে
বিশ্ব ব্রহ্মাণ্ডের রাক্ষুসী-গহ্বরে

আমি কসাইকে বললাম,
মাংসের প্রয়োজন নেই
আমার মাথা ফিরিয়ে দিন।
কসাই চাপাতি দিয়ে
আমার সিনার হাড় কোপাতে কোপাতে
বিড়ির ধোঁয়া ছেড়ে বলল,
ব্যবসায়ে কোনো খাতির নাই!

RELATED ARTICLES

Most Popular