Homeসাহিত্যরবিয়াণীঈশ্বরের সমান

ঈশ্বরের সমান

🖋কলমেঃ  আ ন ন্দ মো হ ন দাশ

এই আমার কাঙাল জীবনের মাঝে পড়ে থাকা
ঠেলা খেতে খেতে ধুলোর সন্ন্যাস
অথবা ছাইয়ের ছদ্মবেশ …

কত রকমের হাওয়া ওঠে মাটির পৃথিবীতে
কত ধরনের ঢেউ … কলরব…
আর ধাতব চিৎকার !

রক্তের লালিমা মেখে সূর্য উঠে এসে
পাখির মতো দিনভর ভেসে থাকে,
টুকরো টুকরো হয়ে মিশে যায়।
ভেঙে পড়ে জগৎ-সংসার… স্বপ্ন… গ্রহানুপুঞ্জ…

আর মহাজীবনের একপ্রান্তে আমি ফতুর দাঁড়িয়ে
সত্যি বলছি, যেদিন তোমার সঙ্গে দেখা হয়ে যায় কবিতা
সেদিন নিজেকে ঈশ্বরের সমান বলে মনে হয়।

RELATED ARTICLES

Most Popular