দুটি কবিতা

✍️কলমে: সংযুক্তা বসু ঠাকুর

সুখস্মৃতি

যেদিন ছিনিয়ে আনতে
পারিনি তোমায়,
আগুনের করতল থেকে।
উঁকি দিয়ে গেছে দিনরাত্রি
পুরনো সুখস্মৃতির সুর।
জন্মবৃত্তান্ত-লগ্ন যেন
আকাশের নীলে
হারানো রোদ্দুর।
পুরনো আ্যলবামের কাছে
ঋণী হতে চাইনি কখনো।
তোমার মুখটা মনে
করতে করতে
যখন গন্ধ পেয়েছি চন্দনের,
শেষবারের মতো
সূর্য আর চাঁদের
সঙ্গে সমঝোতা করেছি,
সুখ কুড়ানোর স্বপ্ন মেখে
আদিগন্ত হাঁটব একাকী

অবেলা

সময়ের গর্ভে লীন
হয়ে যাওয়ার আগে
তুমি আলো জ্বেলে যাওনি।
জীবনের পথ বারবার
বেঁকে যায় তাই।
নিস্তব্ধ রাতে যখন
তারাপুঞ্জ ফসিল হবে
ইউক্যালিপটাসের ছায়ায়;
অবসাদ ঘিরে নেবে
আকাশের নির্জনতায়।
সময়কে তখন বাজি
রেখে চলে যাব।
চলে যাব অবেলায়,
সব কিছু ফেলে;
যা কিছু অকিঞ্চিৎকর।

RELATED ARTICLES

Most Popular