Homeএখন খবরকম হাঁটতে হবে তাই চলন্ত ট্রেন থেকে প্লাটফর্মে নামতে গিয়ে দুটো পা...

কম হাঁটতে হবে তাই চলন্ত ট্রেন থেকে প্লাটফর্মে নামতে গিয়ে দুটো পা খোয়ালেন যাত্রী

গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমানঃ ট্রেনটা আর একটু গড়িয়ে গেলে অনেকটাই হাঁটতে হবে। তাই ট্রেন থামার আগেই অনেকেই নেমে পড়তে চান। কেউ আবার প্ল্যাটফর্মে ঢোকার আগেই কিংবা বাড়ির সামনে ট্রেন ধিরে হলে ।  কিন্তু সেই কম হাঁটতে গিয়ে সারাজীবনের মত হাঁটাটাই যদি বন্ধ হয়ে যায় ?

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
হ্যাঁ এমনই ঘটনা ঘটল পুর্ব বর্ধমানের কাটোয়া রেল স্টেশনে। বৃহস্পতিবার সন্ধ্যেয়  চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের চাকায় দুটি পা কেটে গেল এক ব্যক্তির। ৫০বছর বয়স্ক ওই ব্যক্তির নাম কার্তিক বিশ্বাস।বাড়ি কাটোয়ার পানুহাটে। স্থানীয় সূত্রে জানা যায়,কার্তিক বাবু কর্মসূত্রে কলকাতায় একটা কোম্পানিতে কাজ করেন।শিয়ালদহ -কাটোয়া ট্রেনে বাড়ি ফিরছিল বৃহস্পতিবার।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পানুহাটের রেলগেটের কাছে ট্রেনের গতি একটু কমায়,তিনি তখন চলন্ত ট্রেন থেকে লাফ মেরে নামতে যান,তখনই ট্রেনের চাকায় পাদুটি হাঁটুর নিচে থেকে কেটে বাদ হয়ে যায়। জানা গেছে কাছাকাছি বাড়ি কার্তিকের । স্টেশনে গেলে অনেকটাই ঘুরে আসতে হবে । তাই লেভেলক্রসিংয়ে ট্রেন গতি কমালেই নামার চেষ্টা করেন কিন্ত ভারসাম্য না রাখতে পেরে পড়ে যান এবং পা দুটো চলে যায় চাকার তলায় ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এলাকাবাসীরা সঙ্গে সঙ্গে কাটোয়া জি আর পিকে খবর দেন।জি আর পি দ্রুত ঘটনাস্থলে আসেন এবং কার্তিক বিশ্বাসকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করেন।এমনিতে কার্তিক বিশ্বাস সুস্থ। কিন্তু ভালো চিকিৎসার জন্য শুক্রবার কার্তিক বিশ্বাসকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।

RELATED ARTICLES

Most Popular