Homeএখন খবরকরোনার দ্বিতীয় ঢেউয়ে বোল্ড হলেন শচীন তেন্ডুলকর ! দেশে রেকর্ড সংক্রমণ এক...

করোনার দ্বিতীয় ঢেউয়ে বোল্ড হলেন শচীন তেন্ডুলকর ! দেশে রেকর্ড সংক্রমণ এক দিনেই

বিশ্বজিৎ দাস: শচীন তেন্ডুলকর করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার ট্যুইট করে করোনা পজেটিভ হয়েছে বলে জানিয়েছেন তিনি। শচীন ট্যুইট করে লেখেন, ‘আমি পরীক্ষা করাচ্ছিলাম। নিজেকে করোনামুক্ত রাখতে সব রকম চেষ্টা করেছি। আজ করোনা আক্রান্ত আমি। কিছু উপসর্গ রয়েছে। বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। বাড়ির বাকিদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। সকল স্বাস্থ্যকর্মীকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সকলে সাবধানে থাকুন’।

প্রসঙ্গত, শচীনের ভারতের হয়ে ১৯৮৯ সালে অভিষেক ঘটে। শত শতরানের মালিক ২০১৩ সালে অবসর নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। ২০১১ সালে বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।২০০টি টেস্ট, ৪৬৩টি একদিনের ম্যাচ খেলেছিলেন সচিন। ১টি টি২০ ম্যাচও খেলেছেন তিনি। টেস্টে তাঁর সংগ্রহ ১৫৯২১ রান, রয়েছে ৫১টি শতরান। সর্বোচ্চ অপরাজিত ২৪৮ রান। একদিনের ক্রিকেটেও দ্বিশতরান রয়েছে সচিনের। তাঁর ১৮৪২৬ রান রয়েছে একদিনের ক্রিকেটে। ৪৯টি শতরান রয়েছে তাঁর রঙিন জার্সিতে।

আজ শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ২৫৮ জন। আক্রান্তের নিরিখে নয়া রেকর্ড তৈরি হল দেশে। বর্তমানে দেশজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ১৯ লাখ ৮ হাজার ৯১০। যার মধ্যে সক্রিয় ৪ লাখ ৫২ হাজার ৬৪৭টি কেস। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ১২ লাখ ৯৫ হাজার ২৩ জন। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২৯১ জন। আজ পর্যন্ত মহামারীতে মৃত্যুর সংখ্যা ১ লাখ ৬১ হাজার ২৪০।

তবে করোনা মোকাবিলায় রাতের কার্ফু বা আংশিক লকডাউন বিশেষ কার্যকর নয়, মত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের।এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন আরও বলেছেন যে করোনার মতো মহামারী মোকাবেলায় সরকার এখন আরও ভাল প্রস্তুত।

RELATED ARTICLES

Most Popular