Homeএখন খবরস্যামসাং নিয়ে আসছে এক দুর্দান্ত 5G স্মার্টফোন!

স্যামসাং নিয়ে আসছে এক দুর্দান্ত 5G স্মার্টফোন!

টেক ডেস্ক: জীবনে চলার পথে আমাদের নিত্যসঙ্গী মুঠোফোন। সেই মুঠোফোনেও আসছে নতুন সব প্রযুক্তির হাতছানি। বিভিন্ন কোম্পানিগুলো নিজেদের মধ্যেই যেন প্রতিযোগিতায় মেতে উঠেছে। এরই মধ্যে অন্যতম হল দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাং ।

গত বছর ডিসেম্বর মাসে স্যামসাং লঞ্চ করেছিল তাদের অত্যন্ত জনপ্রিয় স্মার্টফোন Samsung Galaxy A51। লঞ্চের পরেই স্মার্টফোনের 5G মডেল লঞ্চ করা হয় মার্কেটে। অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে এই স্মার্টফোনটি এবং বর্তমানে এই ফোনের পরবর্তী এডিসন মার্কেটে আসতে চলেছে। পরবর্তী এই স্মার্টফোনের নাম হবে Samsung Galaxy A52 5G। বর্তমানে এই স্মার্টফোনের কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।

নতুন Samsung Galaxy A52 5G স্মার্টফোনে আপনারা পেতে চলেছেন কোয়ালকম স্নাপড্রাগণ ৭৫০ G চিপসেট। পাশাপাশি থাকছে ৬ জিবি RAM। প্রসেসরটি বেস ফ্রিকোয়েন্সি ১.৮০ GHz। ফোনের মেমোরি ইনফর্মেশন ৫.২৪ জিবি। এই স্মার্টফোনে SM-A526B মডেল নম্বর ব্যবহার করা হচ্ছে। এই স্মার্টফোনের সিঙ্গেল কোর ডিপার্টমেন্টের পয়েন্ট ২৯৮ এবং মাল্টি কোর টেস্টের পয়েন্ট ১,০০১। এই কোর Galaxy A51 5G এর থেকে কম। তাই মনে করা হচ্ছে পারফরম্যান্সের দিক থেকে এই ফোন আগের ফোনের থেকে ভালো হবে।

সফটওয়্যারের দিকে Android 11-র উপরে চলছে A52 5G। ক্যামেরার ব্যাপারে জানতে না পারলেও ত বিশেষজ্ঞদের ধারণা এইবারেও আগের বারের মতই ক্যামেরা সেটআপ করা হবে।

তবে দাম ও ক্যামেরা সম্পর্কে বিস্তারিত জানতে স্যামসাংয়ের এই নতুন মডেলটি আসার অপেক্ষা করতেই হবে।

RELATED ARTICLES

Most Popular