Homeটেক আপডেটস্যামসাংয়ের নতুন ফোনে ফের চমক

স্যামসাংয়ের নতুন ফোনে ফের চমক

টেক ডেস্ক: স্যামসাংয়ের প্রতিটি ফোনেই যেন কিছু না কিছু চমক থাকে। যেমন বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল, আর সেই জল্পনা সত্যি করে আর কিছুদিনের মধ্যে লঞ্চ হতে চলেছে জনপ্রিয় কোম্পানি স্যামসাংয়ের Galaxy S21। একটি নয়, একাধিক হ্যান্ডসেট পেয়ে যাবেন এই সিরিজে। এই সিরিজের মধ্যে আপনারা পেতে চলেছেন S21, S21 Plus, S21 Ultra -এই তিনটি ফোন।
এর মধ্যেই তিনটি ফোনের দাম প্রকাশ হয়ে গেছে। জানা যাচ্ছে, Galaxy S21 – এর দাম হতে চলেছে ৮৪৯ ইউরো অর্থাৎ ৭৬,০০০ টাকা। অন্যদিকে, S21 Plus এর দাম হতে চলেছে ১,০৪৯ ইউরো অর্থাৎ ৯৪,৫০০ টাকা এবং Galaxy S21 Ultra ফোনের দাম হতে চলেছে ১,৩৯৯ ইউরো অর্থাৎ ১.২৬ লক্ষ টাকা।এই সমস্ত দাম গুলি হল এই ফোনের বেস মডেলের।
আপনারা নতুন ভার্সনে এলিভেটেড ক্যামেরা মডেল পাবেন। এছাড়া ক্যামেরা ঘিরে গ্লসি মেটাল কেস আপনারা পাচ্ছেন। S21 মডেলে আপনারা পেতে চলেছেন ফ্যান্টম ভায়োলেট, ফ্যান্টম গ্রে, ফ্যান্টম পিঙ্ক এবং ফ্যান্টম হোয়াইট অপশন। অন্যদিকে, S21 Plus ফোনে থাকছে ফ্যান্টম গ্রে, ফ্যান্টম ব্ল্যাক এবং ফ্যান্টম ভায়োলেট অপশন।
প্রত্যেকটি ফোনের বেস মডেল ১২৮ জিবি স্টোরেজ যুক্ত। তবে আরও কিছু স্টোরেজ অপশন আপনারা পাবেন।

সবশেষে, জানিয়ে রাখি S21 Ultra স্মার্টফোনের লুক এবং রং সবকিছুই অন্যান্য মডেল থেকে আলাদা হতে চলেছে। এমনকি এই ফোনের ক্যামেরা মডেল একেবারে আলাদা হবে অন্যগুলির থেকে।

আর উল্লেখিত দামগুলি ফোনটির ইউরোপিয়ান মার্কেটের জন্য। অন্যান্য মার্কেটে গেলে দাম অনেকটা কম হয়ে যাবে বলে জানা যাচ্ছে। বিশেষ করে যদি ভারতে আসে তাহলে এই ফোনের দাম অনেকটা কমবে। তবে সবথেকে আকর্ষনীয় বিষয় হল এই ফোনের রং। আগের থেকে একেবারে অন্যরকম হতে চলেছে নতুন সিরিজের ফোনগুলি। এছাড়া এই ফোনের ক্যামেরা বাম্প আগের থেকে বদলে যাবে অনেকটাই।

RELATED ARTICLES

Most Popular