Homeএখন খবরবালি মাফিয়ার দাপট , মাশুল দিচ্ছে রাস্তা, গোপীবল্লভপুরে দুর্ভোগে যাত্রা সাধারন...

বালি মাফিয়ার দাপট , মাশুল দিচ্ছে রাস্তা, গোপীবল্লভপুরে দুর্ভোগে যাত্রা সাধারন মানুষের

নিজস্ব সংবাদদাতা: বালি মাফিয়াদের দাপটে নাভিশ্বাস রাস্তার । জীবন নরক হয়ে উঠেছে সাধারন মানু্ষের । দিনের পর দিন চলছে ওভারলোড বালি গাড়ি আর তাতেই সাধারণ মানুষের হচ্ছে দুর্ভোগ। ঘটনা গোপীবল্লভপুর এর ছাতিনাশোল থেকে আলমপুর যাওয়ার রাস্তার।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রতিদিন সুবর্ণরেখা নদী থেকে বালি বোঝাই লরি পার হচ্ছে এই আলমপুর রাস্তা দিয়ে। স্থানীয় মানুষের অভিযোগ মাত্র দু’বছর আগে এই রাস্তা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক প্রকল্পের অধীনে কাজ হয়। কিন্তু শয়ে শয়ে গাড়ি চলাচলের ফলে মাত্র কিছুদিন এর মধ্যে নষ্ট হয় রাস্তাটি। এই রাস্তাটি গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের আলমপুর ৬ নম্বর অঞ্চলের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রায় ৮ থেকে ৯ টা গ্রামের মানুষ প্রতিদিন ব্লক অফিস কিংবা দূর দূরান্তে যান। কিন্তু রাস্তা নষ্ট হয়ে যেতে যোগাযোগ এর ক্ষেত্রে ব্যাপক অসুবিধায় পড়তে হচ্ছে এলাকার মানুষকে। এলাকাবাসীর অভিযোগ রাতবিরেতে আপৎ কালীন প্রয়োজনে হাসপাতাল কিংবা চিকিৎসা জনিত কারণে প্রয়োজন পড়লে গাড়ি ভাড়া করলে গাড়ির মালিক গাড়ি দিতে চাইছেন না।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গোপীবল্লভপুর এর সুবর্ণরেখা তীরবর্তী এলাকায় যে সব্জী চাষ হচ্ছে তারও বাজারজাত করতে অসুবিধা হচ্ছে বলে জানান টোপগেড়িয়া,পিড়াশিমূল গ্রামের চাষিরা। এবিষয়ে আলমপুর ৬ নম্বর অঞ্চলের উপপ্রধান ভূদেব পাত্র বলেন- ‘আমি অঞ্চলের গুরুত্বপূর্ণ এই রাস্তার অবস্থা নিয়ে অনেক আগে ব্লকের বিডিও সাহেবকে জানিয়েছি । ‘ কিন্তু সাধারণ মানুষের একটাই কথা রাস্তা যত সারাই হোক বালি গাড়ি বন্ধ না হলে মানুষের দুর্ভোগ পোহাতে হবে।

RELATED ARTICLES

Most Popular