Homeএখন খবরফের সঞ্জীব গোয়েঙ্কাকেই চেয়ারপার্সনস হিসাবে বেছে নিল আইআইটি খড়গপুর! সম্মতি দিলেন রাষ্ট্রপতি

ফের সঞ্জীব গোয়েঙ্কাকেই চেয়ারপার্সনস হিসাবে বেছে নিল আইআইটি খড়গপুর! সম্মতি দিলেন রাষ্ট্রপতি

Sanjiv Goenka, Chairman of the RP-Sanjiv Goenka Group, has yet again been nominated as the Chairperson of the Board of Governors of the Indian Institute of Technology , Kharagpur. This will be for a period of one year beginning June 27, 2021 and ending on June 26, 2022

নিজস্ব সংবাদদাতা: আরও এক বার আইআইটি খড়্গপুরের বোর্ড অব গভর্নর্সের চেয়ারপার্সন পদে বসছেন সঞ্জীব গোয়েঙ্কা। এ বারে তাঁর কার্যকাল শুরু হবে ২৭ জুন থেকে। এই পদে তিনি বহাল থাকবেন ২৬ জুন, ২০২২ পর্যন্ত। গোয়েঙ্কার স্থলাভিষিক্ত হওয়ার বিষয়ে সিলমোহর দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই নিয়ে পঞ্চমবারের জন্য এই পদে বসলেন গোয়েঙ্কা। আগামী এক বছর এই কারিগরি শিক্ষার প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করবেন তিনি।

আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের  প্রধান গোয়েঙ্কা জানিয়েছেন, ‘‘আইআইটি খড়্গপুরের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানকে সেবা করতে পারা গর্ব ও সম্মানের।’’ খড়্গপুর আইআইটি-র ডিরেক্টর ভিকে তিওয়ারি জানিয়েছেন, ‘‘ সমগ্র প্রতিষ্ঠানই আগামী এক বছর ডক্টর গোয়েঙ্কার পরামর্শ ও পথ নির্দেশে আলোকিত হবে। আগামী এক বছরে অনন্য উচ্চতায় পৌঁছাবে আইআইটি খড়্গপুর।’’

আইআইটি খড়গপুরের প্রাক্তনী সঞ্জীব গোয়েঙ্কার নেতৃত্বাধীন আর.পি গ্রুপ এই মুহুর্তে ৪৫ হাজার কর্মী এবং ৫হাজারেরও বেশি অংশীদারিত্ব নিয়ে যথেষ্ট সফলতার সঙ্গে চলছে। এই গোষ্ঠী বর্তমানে বিদ্যুৎ ও প্রাকৃতিক উৎস, কার্বন ব্লক, ভোগ্যপণ্য, মিডিয়া ও বিনোদন, ক্রিড়া, তথ্যপ্রযুক্তি,  শিক্ষা সহ ৮টি ক্ষেত্রে বাণিজ্য করছে। কলকাতা মহানগরের বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী CESC, স্পেনসার খুচরো ব্যবসা বা সারেগামার মত জনপ্রিয় বিনোদন অনুষ্ঠান সঞ্জীব গোয়েঙ্কার হাত ধরেই আজ সফল ব্যবসায়িক উদ্যোগ।

২০০১ সালে সঞ্জীব গোয়েঙ্কা দেশের প্রথম তরুণতম শিল্পপতি যিনি ভারতের বৃহত্তম শিল্প-ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা CII এর সভাপতির পদ অলংকৃত করেছিলেন। বর্তমানে তিনি আইআইটি খড়গপুরের (IIT-Kharagpur) বোর্ড অফ চেয়রাম্যান ছাড়াও ইন্টারন্যাশনাল  ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কলকাতা, ভুবনেশ্বর এবং দিল্লির পরিচালক মন্ডলীর সভাপতি পদে রয়েছেন। তিনি অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট আ্যশোসিয়েশনের (AIMA) প্রাক্তন সভাপতি এবং ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের সব চেয়ে তরুণ প্রেসিডেন্ট ছিলেন।

RELATED ARTICLES

Most Popular