Homeএখন খবরমানুষের সাথে প্রতারণা করছেন সনু সুদ! টুইটারে বিস্ফোরক মন্তব্য এক ব্যক্তির

মানুষের সাথে প্রতারণা করছেন সনু সুদ! টুইটারে বিস্ফোরক মন্তব্য এক ব্যক্তির

ওয়েব ডেস্ক: লকডাউনে গোটা দেশের বহু পরিযায়ী শ্রমিকদের নিজের দায়িত্বে বাড়ি পৌঁছেছিলেন বলিউড অভিনেতা সনু সুদ। এর জেরে দেশের মানুষের কাছে বহু প্রশংসাও পেয়েছেন। তার এই অনবদ্য কাজের জন্য সম্প্রতি রাষ্ট্রসংঘ থেকে তাঁকে পুরস্কৃতও করা হয়েছে। তবে শুধু পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়েই থেমে থাকেননি অভিনেতা। সম্প্রতি শিক্ষার্থী, রোগী ও অন্যান্যদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেতা সোনু সুদ। কিন্তু কথাতেই আছে, ভালো কাজের সমালোচনা হবেই। তবে সনুর কাজে প্রশংসার পাশাপাশি সমালোচকের সংখ্যাও নেহাত কম নয়। সম্প্রতি টুইটারে এক ব্যক্তি তাঁর অসুস্থ শিশুকে সাহায্যের আর্জি জানিয়ে অভিনেতার কাছে সাহায্য চেয়েছিলেন। ওই ব্যক্তি সাহায্য চাওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে জবাব দিয়েছিলেন বলিউড অভিনেতা। আর সেই টুইটার ঘিরেই যত অশান্তি। টুইটারের পোস্ট ঘিরে অভিনেতার নামে নামে কুৎসা রটাতে শুরু করেন আর এক ব্যক্তি।

জনৈক ওই ব্যক্তির অভিযোগ, ওই শিশুটির বাবার টুইটার অ্যাকাউন্টটি আদতে ভুয়ো। জনসংযোগের স্বার্থে অভিনেতার পি আর টিম নাকি সেই ভুয়ো অ্যাকাউন্টটি উল্লেখ করে প্রচার করছেন। ওই ব্যক্তি বলেন, “নতুন টুইটার অ্যাকাউন্ট, যার শুধু ২-৩ জন ফলোয়ার, সোনু সুদকে ট্যাগ না করলেও এবং কোনও লোকেশন বা কনট্যাক্ট ডিটেলস অথবা ই মেল অ্যাড্রেস উল্লেখ না করা সত্ত্বেও সোনু তাঁকে খুঁজে বের করে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগেও যাঁরা সাহায্য চেয়েছিলেন, তাঁদের মধ্যে অধিকাংশই পরে অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছেন। এ ভাবেই পিআর টিম কাজ করে।”

তবে ওই সমালোচকের তরফে অভিনেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ করা হলেও তা নিয়ে সরাসরি জবাব দেননি সনু সুদ। এর পরিপ্রেক্ষিতে একাধিক রসিদ টুইটারে পোস্ট করেন এই বলিউডের অভিনেতা। পাশাপাশি ওই টুইটে তিনি এক হাসপাতালের শিশু বিভাগে অস্ত্রোপচারের তালিকার স্ক্রিনশট শেয়ার করেছেন, যাতে স্নেহল নামে ওই শিশুটির নাম উল্লেখ রয়েছে। এরপর সনু ফের একটি টুইট করে লেখেন, “এটাই সবচেয়ে ভালো জিনিস ভাই। আমি পীড়িতদের খুঁজে বের করি এবং তারাও যেন কী ভাবে আমাকে খুঁজে পায়। আসলে এ সবই ইচ্ছার ব্যাপার, তবে আপনার বোঝা সম্ভব নয়। আগামিকাল এসআরসিসি হাসপাতালে ভরতি রোগীর প্রতি নিজের কর্তব্য পালন করুন। ওকে কিছু ফল পাঠাতে পারেন। মাত্র ২-৩ জন ফলোয়ার পাওয়া মানুষ অসংখ্য ফলোয়ার পাওয়া মানুষের ভালোবাসা পেলে খুশি হবে।”

তবে এতেও ক্ষান্ত হননি ওই ব্যক্তি। এরপর সনুর পোস্ট করা হাসপাতালের রসিদগুলি খুঁটিয়ে দেখে তিনি ফের অভিযোগ করে বলেন, “একবার তারিখগুলি দেখুন। রিপোর্ট পাওয়া গিয়েছে ১৭ সেপ্টেম্বর অস্ত্রোপচার করা হয়েছে ২৫ সেপ্টেম্বর। টুইট করা হয়েছে ২০ অক্টোবর। সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ২০ অক্টোবর। আসলে তাঁকেই আপনি সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন, যিনি একমাস আগে চিকিৎসা সম্পূর্ণ করেছেন। আপনার প্রতারণা ফাঁস করে দেওয়ার জন্য এবার নিজের পিআর টিমকে বিদায় করুন।” তবে এবার ওই ব্যক্তির অভিযোগের উত্তর অভিনেতা না দিলেও জবাব দিয়েছেন সোনুর অনুরাগীরা। এই ঘটনায় তাঁদের দাবি, হয়ত ওই সাহায্যপ্রার্থী ব্যক্তি সনুকে টুইট করার আগে তাঁর কাছে সরাসরি আবেদন জানিয়েছিলেন।

RELATED ARTICLES

Most Popular