Homeএখন খবরক্ষমতায় এলেই তৃণমূল নেতৃত্বকে বিকাশ দুবের ন্যায় এনকাউন্টার! ফের হুমকি সায়ন্তনের

ক্ষমতায় এলেই তৃণমূল নেতৃত্বকে বিকাশ দুবের ন্যায় এনকাউন্টার! ফের হুমকি সায়ন্তনের

নিউজ ডেস্ক: ফের এনকাউন্টারের হুমকি আর ফের সেই সায়ন্তন বসু! সামনেই বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে পাখির চোখ করে প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে শাসক দল সহ অন্যান্য বিরোধী দলগুলি। সভা, জমায়েত এসব চলছে নিত্য দিন। আর সেখান থেকেই নানান রকম হুমকি ও বেফাঁস মন্তব্য করে বসছেন বিভিন্ন নেতা মন্ত্রীরা। তবে, বেফাঁস মন্তব্যই বলুন আর প্রকাশ্যে শাসকদলকে হুঁশিয়ারি দেওয়াই বলুন, এই সবকিছুতে পদ্ম শিবির সকলকে টেক্কা দিয়ে সর্বপ্রথম স্থান দখল করে নিয়েছে। আর পদ্ম শিবিরে এমন মন্তব্য করার শীর্ষ তালিকা দিলীপ ঘোষের পরেই রয়েছেন বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।

এবারে ক্ষমতায় এলে কুখ্যাত ডন বিকাশ দুবের মতই রাজা-গজার হাল করা হবে বলে মঙ্গলবার বাগনানে এক সমাবেশে যোগ দিতে এসে প্রকাশ্যে এই হুমকি দিয়ে বসলেন সায়ন্তন। যদিও নির্দিষ্ট করে কার নাম উল্লেখ করেননি তিনি। তবে তাঁর এই মন্তব্য ঘিরে রাজজনৈতিক জল্পনা তুঙ্গে ওঠে, কারণ বাগনানের বিধায়ক অরুণাভর আর এক নাম রাজা। তাই তাঁকেই যে বিজেপি নেতা নাম না করে নিশানা করেছেন সেটা বুঝতে বাকি নেই কারও। মঙ্গলবার বাগনানে দলের এক বিক্ষোভ সমাবেশে যোগ দেন সায়ন্তন। বিজেপি সাংসদ অর্জুন সিং, হাওড়া গ্রামীণের বিজেপি সভাপতি শিবশঙ্কর বেজ সহ দলের আরও বেশ কয়েকজন নেতা হাজির ছিলেন ওই মঞ্চে।

সেখান থেকেই এনকাউন্টারের হুমকি দেন সায়ন্তন। তিনি বলেন, ‘বাগনানে আসার পথে জেলার সহ সভানেত্রী পাপিয়া দি জানালেন, থানা থেকে ফোন করে বলছে, বাইকে চেপে যাবেন না, র‌্যালি করে যাবেন না। কারণ ওপর থেকে বারণ আছে। থানার ওসি, আইসির কাছে জানতে চাই, এই ওপরটা কে? কারণ এখানে অনেক রাজা আর গজা ঘুরে বেড়ায়। এর আগে অনেক রাজা-গজাকে আমরা টাইট দিয়েছি। আপনারা মাঝে-মধ্যেই খবর পান উত্তরপ্রদেশে পুলিশের গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। আমরা কথা দিচ্ছি রাজা বাবু, এখানে যদি ক্ষমতায় আসি আপনার মতো অনেক রাজা-গজাকে আমরা বিকাশ দুবে করে ছেড়ে দেব। গ্যারান্টি দিয়ে গেলাম।’

এখানেই ক্ষান্ত হননি সায়ন্তন। সুর চড়িয়ে তিনি আরও বলেন, ‘যাঁরা বাগনান কাঁপাচ্ছেন ভাবছেন, তাঁরা জেনে রাখুন, এরকম বাগনানের অনেক গুন্ডা, মস্তানকে বিজেপি পকেটে পুরে ঘুরে বেড়ায়। উত্তরপ্রদেশ এবং আদিত্যনাথের নাম শুনেছেন? এখানকার রাজার মতো এক গুন্ডা-বদমাশ ওখানেও ছিল, তারা জেল থেকে জামিন নিয়েও বেরোতে চায় না। কারণ বেরোলে যদি আবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়! তার জন্য সতর্ক করে দিচ্ছি।’

প্রসঙ্গত, এইবারই প্রথম নয়, এর আগেও ক্ষমতায় এলে বাংলাতেও উত্তরপ্রদেশের কায়দায় এনকাউন্টার হবে বলে মন্তব্য করেছিলেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এবার সেই পথই অনুসরণ করেন সায়ন্তন। ইতিমধ্যেই তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবী, এই ধরনের মন্তব্য করাই বিজেপির সংস্কৃতি।

RELATED ARTICLES

Most Popular