Homeএখন খবরমাএ ৪৫ মিনিটের মধ্যেই ৫ লক্ষ পর্যন্ত ঋন নিতে পারবেন এসবিআই গ্ৰাহকরা

মাএ ৪৫ মিনিটের মধ্যেই ৫ লক্ষ পর্যন্ত ঋন নিতে পারবেন এসবিআই গ্ৰাহকরা

ডিজিটাল ডেস্ক: করোনাভাইরাসের কারণে সারা দেশে লকডাউন চলছে। যার ফলে অনেক মানুষ অর্থনৈতিক সঙ্কটের মুখোমুখি হচ্ছেন তাই এমন পরিস্থিতিতে এসবিআই গ্ৰাহকদের জন্য ভাল খবর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জরুরি ঋণ দেওয়ার পরিষেবা চালু করেছে। এই ঋন নেওয়ার জন্য আপনাকে ব্যাঙ্কেও যেতে হবে না আপনি বাড়িতে বসেই এই ঋণটি পেতে পারেন সেটাও মাত্র ৪৫ মিনিটের মধ্যে। এই জরুরি ঋণ কেবল এসবিআই গ্রাহকদের জন্য। আপনার যদি অর্থের প্রয়োজন হয় তবে আপনি এই ঋণের জন্যও আবেদন করতে পারেন।

ব্যাঙ্ক বলেছে যে ঋণগ্রহীতাদের ৬ মাসের জন্য কিস্তি দেওয়ার দরকার নেই। অর্থাৎ আপনি যদি মে মাসে এসবিআইয়ের কাছ থেকে জরুরী ঋণ নেন তবে অক্টোবরের আগে পর্যন্ত আপনাকে ইএমআই দেওয়ার দরকার পড়বে না। আপনার ইএমআই ৬ মাস পরে শুরু হবে। এই ঋণের জন্য গ্রাহকদেরকে বছরে ১০.৫০ শতাংশ সুদ দিতে হবে। এই নতুন পরিষেবায় গ্ৰাহকরা ৫ লক্ষ পর্যন্ত ঋন নিতে পারবেন।

কীভাবে আবেদন করবেন-

আপনার রেজিস্ট্রার্ড নম্বর থেকে ক্যাপিটলে PAP লিখে স্পেস দিয়ে  অ্যাকাউন্ট নম্বরটির শেষ ৪ টি সংখ্যা লিখে এসএমএস করুন ৫৬৭৬৭৬ নম্বরে। এবার আপনি এই ঋণ নেওয়ার যোগ্য কিনা তা আপনাকে ব্যাংক ম্যাসেজ এর মাধ্যমে জানিয়ে দিবে
যদি আপনি এতে যোগ্য হন তাহলে আপনাকে চারটি প্রক্রিয়ার মাধ্যমে ঋণ নিতে পারবেন।
এর জন্য, এসবিআইয়ের অ্যাপে অ্যাভেল নাউ-তে ক্লিক করুন। এর পরে, ঋণের সময়কাল এবং পরিমাণ নির্বাচন করুন। এর পরে রেজিস্ট্রা নম্বরটিতে ওটিপি আসবে। সেই ওটিপি ওখানে দিতে হবে তারপর আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে কিছু সময়ের মধ্যে।

RELATED ARTICLES

Most Popular