Homeরাজ্যউত্তরবঙ্গস্কুলের শৌচাগারে পড়ে গিয়ে শিশু পড়ুয়ার মৃত্যু, কাঠগোড়ায় বেসরকারি স্কুল

স্কুলের শৌচাগারে পড়ে গিয়ে শিশু পড়ুয়ার মৃত্যু, কাঠগোড়ায় বেসরকারি স্কুল

নিজস্ব সংবাদদাতা:নামী স্কুল , মাসের শেষে গুনে নেওয়া মোটা অঙ্কের টাকা। অথচ পড়ুয়াদের নিরাপত্তা দেখার সময় লবডংকা। এই অভিযোগ ভুরি ভুরি। সেই একই অভিযোগ উঠে আসল একটি  বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বিরুদ্ধে। স্কুলেরই শৌচাগারে পড়ে চোট পাওয়া এক শিশু পড়ুয়াকে সঠিক সময়ে চিকিৎসা শুরু করার গাফিলতিতেই ওই পড়ুয়ার মৃত্যু হয়েছে এমনই অভিযোগ উঠল কর্তৃপক্ষর বিরুদ্ধে। বুধবার শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরা এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় ওই শিশুর পরিবারের পক্ষ থেকে স্কুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বুধবার সকালে স্কুল চলাকালীন শৌচাগারে পড়ে যাওয়ার ফলে মৃত্যু হওয়া ওই শিশুর নাম অবিঘ্ন গৌতম। সে স্থানীয় একটি কিন্ডার গার্টেনের পড়ত । বাড়ি বাগডোগরার গোঁসাইপুর এলাকায়। বাবা জগন্নাথ গৌতম বাগডোগরার বেলগাছি হিন্দি হাইস্কুলের ভূগোলের শিক্ষক।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ সুত্রে জানা গিয়েছে, বুধবার টিফিন বিরতির সময় স্কুলের শৌচাগারে পড়ে যায় অবিঘ্ন। মাথা, মুখ ও বুকে গুরুতর চোট পায় সে। অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব না দিয়ে প্রাথমিক চিকিৎসার পর স্কুলেই শুইয়ে রাখে পড়ুয়াকে। দীর্ঘক্ষণ পর পড়ুয়ার অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে বাগডোগরা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় স্কুলের তরফে। এরপর পরিবারের সদস্যদের খবর দেওয়া। অবস্থা সংকটজনক হওয়ায় ওই খুদেকে মাটিগাড়ি হাসপাতালে স্থানান্তরিত করার সময় রাস্তায় মৃত্যু হয় তার।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মৃত পড়ুয়ার বাবা জগন্নাথবাবুর অভিযোগ , “ঘটনার দু’ঘন্টা বাদে ফোন করে ছেলের দুর্ঘটনার কথা জানায় স্কুল কর্তৃপক্ষ। দু’ঘন্টা ধরে ছেলেকে ফেলে রাখা হয়েছিল।কেন এমন হল? স্কুল কর্তৃপক্ষের অবশ্যই গাফিলতি রয়েছে। সময়মতো পদক্ষেপ নিলে আমার ছেলের প্রাণ যেত না।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পরিবারের অভিযোগ, স্কুলে খুদে পড়ুয়াদের শৌচাগারে নিয়ে যাওয়া বা দেখাশোনার জন্য পর্যাপ্ত আয়া নেই। সেই কারণেই এই পরিণতি। ইতিমধ্যেই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বাগডোগরা থানায় অভিযোগ দায়ের করেছে ওই ছাত্রের পরিবার।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি অতুল বিশ্বনাথন বলেন, “ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ রুজু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে। প্রাথমিকভাবে তদন্ত শুরু হয়েছে। সব খতিয়ে দেখা হচ্ছে।” 

RELATED ARTICLES

Most Popular