Homeএখন খবরসংস্কৃতির মঞ্চে পরিদর্শকের মন জিতল পড়ুয়ারা, পঞ্চম শ্রেনী উন্নিত হল গোপীবল্লভপুরের স্কুল

সংস্কৃতির মঞ্চে পরিদর্শকের মন জিতল পড়ুয়ারা, পঞ্চম শ্রেনী উন্নিত হল গোপীবল্লভপুরের স্কুল

ভবানী গিরি : বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সেরা পুরস্কার পেল গোপীবল্লভপুরের একটি স্কুল। কচিকাঁচাদের মনোজ্ঞ অনুষ্ঠানে মুগ্ধ স্কুল পরিদর্শক পঞ্চম শ্রেনী অবধি উন্নিত করার ঘোষনা করলেন স্কুলকে।  শুধু পুঁথিগত বিদ্যা কিংবা স্কুলের গন্ডির মধ্যে শিক্ষা দিয়ে শিক্ষক জীবনের সার্থকতা খুঁজে পান না গোপীবল্লভপুরের তেঁতুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর কুমার দে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এর বাইরে অল্পবয়সী ছাত্রছাত্রীদের মধ্যে সুপ্ত প্রতিভা বিকাশের জন্য সর্বদা চেষ্টা করে যান সুবীর বাবু।তাই তিনি সহ শিক্ষকদের সহযোগিতায় বিগত তিন বছর ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান করে আসছেন।আজ সোমবার সেই বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান হল গোপীবল্লভপুরের তেঁতুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আজ সন্ধ্যায় স্কুলের ছাত্র-ছাত্রীদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর পূর্ব চক্র এর স্কুল পরিদর্শক সৌম্যজীৎ বর্মন এবং এলাকার বিশিষ্ট ব্যক্তি আর শিক্ষকরা। তেঁতুলিয়া স্কুলের ছাত্র-ছাত্রীরা আবৃত্তি,গান, নাটক নৃত্য পরিবেশন করেন।বিশেষ করে নজর কাড়ে স্কুলের ছাত্র-ছাত্রীদের নৃত্য পরিবেশন। নৃত্য পরিবেশন করার সময় তুলে ধরা হয় প্লাস্টিক মুক্ত পরিবেশ এর ভাবনা এবং জল সংরক্ষণে সচেতনতা। আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্কুল পরিদর্শক সৌম্যজীৎ বর্মন তেঁতুলিয়া স্কুলকে পঞ্চম শ্রেণীতে উন্নীত করার ঘোষণা করেন।

RELATED ARTICLES

Most Popular