Homeরাজ্যচলতি সপ্তাহেই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল, স্বস্তিতে পরীক্ষার্থীরা

চলতি সপ্তাহেই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল, স্বস্তিতে পরীক্ষার্থীরা

ওয়েব ডেস্ক : পরীক্ষার পর কেটে গিয়েছে ৫ মাস, কিন্তু করোনা সংক্রমণের জেরে লকডাউন থাকায় এই বছর সঠিক সময়ে প্রকাশিত হয়নি মাধ্যমিকের ফলাফল। এবার লকডাউনের কড়াকড়ির মধ্যেই প্রকাশিত হতে চলেছে ২০২০-র মাধ্যমিকের ফলাফল। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই পর্ষদের তরফে ফলাফল প্রকাশ করার সম্ভাবনা রয়েছে৷ তবে ফলাফল প্রকাশের পর এবছর মার্কশিট দেওয়া নিয়ে অভিনব সিদ্ধান্ত নিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ।

মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, যেহেতু রাজ্যে এই মূহুর্তে সংক্রমণের হার মারাত্মক, সেহেতু মাধ্যমিকের মার্কশিট পরীক্ষার্থীর হাতে দেওয়া হবে না। বরং তা দেওয়া হবে অভিভাবকদের। অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট সঙ্গে নিয়ে গেলেই মিলবে মার্কশিট। তবে যেদিন ফলাফল প্রকাশিত হবে সেদিনই মার্কশিট দেওয়া হবে না বলেই জানানো হয়েছে৷ ফলপ্রকাশের কয়েকদিন পর অভিভাবকরা স্কুলের নির্দেশ মেনে তা সংগ্রহ করতে পারবেন। তবে এখনও পর্যন্ত এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

পর্ষদ সূত্রে খবর, এই পরিস্থিতিতে পরীক্ষার্থীদের স্কুলে ডাকলে সেক্ষেত্রে তারা সোশ্যাল ডিস্টেন্সিং নাও মানতে পারেন। কিন্তু অভিভাবকেরা অবশ্যই প্রয়োজনীয় সতর্কতা মানবেন। এবছর গত ১৮ ই ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। বর্তমান শিক্ষাবর্ষে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮। তার মধ্যে ৪ লক্ষ ৩৯ হাজার ৮৭৯জন ছাত্র। তবে পর্ষদ তরফে জানানো হয়েছে এ বছর ছাত্রীদের সংখ্যা বেশি।

RELATED ARTICLES

Most Popular