Homeপশ্চিম মেদিনীপুরমিষ্টি মুখের সঙ্গে নৃত্যের ঝঙ্কারে বৃদ্ধাশ্রমের আবাসিকদের সাথে প্রতিষ্ঠা দিবস পালন করলো...

মিষ্টি মুখের সঙ্গে নৃত্যের ঝঙ্কারে বৃদ্ধাশ্রমের আবাসিকদের সাথে প্রতিষ্ঠা দিবস পালন করলো শেষাদ্রী ড্যান্স একাডেমি

পলাশ খাঁ :- নৃত্য প্রদর্শন করে মঞ্চের সামনে উপস্থিত দর্শকদের মন জয় করেছেন অনেকবার, কিন্তু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবসে এবার যারা নিজেদের পরিবার পরিজন কে ছেড়ে র‍য়েছেন বৃদ্ধাশ্রমে এমন অসহায় শতাধিক বাবা মায়ের হৃদয় জয় করে নিলো মেদিনীপুরের নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র শেষাদ্রী ড্যান্স একাডেমি। চেনা ছকের বাইরে গিয়ে নৃত্য শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার এবং সদস্যরা তাদের প্রিয় প্রতিষ্ঠানের চতুর্থ প্রতিষ্ঠা দিবস। একাডেমীর কর্ণাধার নৃত্যশিল্পী শেষাদ্রী মিশ্র চেয়েছিলেন সমাজ সেবামূলক কাজের মধ্য দিয়ে তাঁর প্রতিষ্ঠানের জন্মদিন পালন করলেন মেদিনীপুর পুরসভার অধীনস্হ জনকল্যাণ ভবনে বসবাস কারী বয়স্ক বয়স্কা আবাসিক দের সঙ্গে।

রবিবার সন্ধ্যায় প্রতিষ্ঠানের কর্ণধার নৃত্যশিল্পী শেষাদ্রী মিশ্র তাঁর প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব মূলক কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে, মেদিনীপুর শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে পুরসভার জনকল্যাণ ভবনে উপস্থিত হয়ে সেখানে বসবাস কারী বৃদ্ধ-বৃদ্ধাদের হাতে তুলে দেন ফল-মিস্টি ও শুকনো খাবার। একই সাথে সেই সব বাবা মায়েরা যারা দীর্ঘদিন নিজেদের পরিবার পরিজন কে ছেড়ে এই বৃদ্ধাশ্রমে পড়ে রয়েছেন তাদের মনে কিছুটা হলেও আনন্দ দিতে প্রতিষ্ঠানের নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করেন। উপস্থিত বৃদ্ধবৃদ্ধারা শেষাদ্রী মিশ্র সহ তার একাডেমীর সদস্যদের এই মধুর ব্যাবহারে প্রাণ খুলে আশীর্বাদ করেন। এদিনের কর্মসূচিতে নৃত্য প্রশিক্ষিকা শেষাদ্রী মিশ্রসহ একাডেমীর পক্ষে রূপালী দে পড়িয়া,অপর্ণা বিদ, রূপালী দে বারুই, প্রিয়াংকা বিষই,সম্প্রীতি খাঁড়া প্রমুখ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি শেষাদ্রী মিশ্রের আহ্বানে উপস্থিত ছিলেন সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া।

RELATED ARTICLES

Most Popular