Homeউত্তরবঙ্গআলিপুরদুয়ারকরোনা আক্রান্তের পরিবারকে সাহায্য করে সামাজিক বয়কটের শিকার সাত যুবক, রাত কাটছে...

করোনা আক্রান্তের পরিবারকে সাহায্য করে সামাজিক বয়কটের শিকার সাত যুবক, রাত কাটছে পাড়ার ক্লাবে

নিউজ ডেস্ক: করোনা আক্রান্ত রোগীর পরিবারকে সাহায্য করে আলিপুরদুয়ারে সামাজিক বয়কটের শিকার তৃণমূল পঞ্চায়েত সহ সাত জন যুবক।রাতে মাথা গোজার ঠিকানা পাড়ার ক্লাব ঘর।ঘটনায় চাঞ্চল্য আলিপুরদুয়ার শহরে।

আলিপুরদুয়ার জংশন এলাকার জিতপুরের ঘটনা।গতকাল এলাকার এক ব্যক্তি প্রচন্ড অসুস্থ থাকায় তার মেয়ের অনুরোধে তাকে হাসপাতলে নিয়ে গিয়ে ভর্তি করে স্থানীয় ওই সাত যুবক। তাদের মধ্যে একজন পঞ্চায়েত প্রতিনিধিও ছিলেন বলে জানা যায়। হাসপাতালে ওই ব্যক্তির কোভিড টেস্ট করলে রিপোর্ট পজেটিভ আসে।

পরবর্তীতে ওই ব্যক্তি কোভিড হাসপাতালেই রাতে মারা যান। এই খবর জানাজানি হতেই ওই যুবকেরা সামাজিক বয়কটের মুখে পড়েন। এরপরে স্থানীয় ক্লাব ঘরে ঠাঁই নেন তারা।

এখানেই শেষ নয়,রাতের খাবার পর্যন্ত পৌছাতে পারেনি ওই সাত যুবকের পরিবারের সদস্যরা।রাতে কোনো রকমে বিস্কুট ও জল খেয়ে কাটাতে হয় তাদের। এই ঘটনার কথা শুনে মঙ্গলবার আলিপুরদুয়ার এর বিধায়ক ঘটনাস্থলে যান। যুবকদের হাতে খাবারও তুলে দেন।

বয়কটের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। সামাজিক বয়কটের শিকার তৃনমুলের পঞ্চায়েতও ক্লাব ঘরেই রয়েছেন। অথচ প্রশাসন বা স্বাস্থ্য দফতরের তরফ থেকে কেউ তাদের খোঁজ পর্যন্ত নেয়নি।এর ফলে ওই যুবকদের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যায়।

RELATED ARTICLES

Most Popular