Homeএখন খবরহুল দিবসে শালবনীতে কমিউনিটি হল নির্মাণের শিলান্যাস

হুল দিবসে শালবনীতে কমিউনিটি হল নির্মাণের শিলান্যাস

নিজস্ব সংবাদদাতা:মঙ্গলবার ঐতিহাসিক হুল দিবস অনাড়ম্বর ভাবে পালিত হলো শালবনী পঞ্চায়েত সমিতির উদ্যোগে। সেই সাথে শালবনী ব্লকের আসমানচকে আদিবাসী সমাজের পবিত্র জাহেরস্থানে শালবনী পঞ্চায়েত সমিতির উদ্যোগে কমিউনিটি হল নির্মাণের জন্য ভূমিপুজো ও শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হল। ভঞ্জমুলুক বিধুচন্দন জাহেরআয়ো জাহেরস্থানে পঞ্চায়েত সমিতির উদ্যোগে ২০১৯ সালে আদবাসী সমাজকে পাট্টা প্রদান করা হয় ।তারপর সেই স্থানে পানীয় জল, বিদ্যুৎ সহ প্রভৃতি সুবিধার ব্যবস্থা করা হয়।

বর্তমানে এই জাহেরস্থানে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যান দপ্তরের আর্থিক সহায়তায় ২০ লক্ষ্য টাকা ব্যয়ে শালবনী পঞ্চায়েত সমিতির উদ্যোগে কমিউনিটি হল নির্মিত হতে চলেছে তারই শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ।

আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি বিভাগের কর্মাধ্যক্ষ নেপাল সিংহ , পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারি, বিডিও শালবনী সঞ্জয় মালাকার , পূর্ত কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ , জয়েন্ট বিডিও দেবব্রত কোনার , আদবাসী সমাজের সমাজপতি সনাতন হেমব্রম , দশরথ হাঁসদা, পীযুষ হাঁসদা , শ্যামল মান্ডি, প্রমুখ

RELATED ARTICLES

Most Popular