Homeএখন খবরবছর পেরিয়ে দ্বিতীয় শ্যুট আউটে নিহত সোনারপুরের ব্যবসায়ী, প্রোমোটিং নিয়ে দ্বন্দ্ব অনুমান...

বছর পেরিয়ে দ্বিতীয় শ্যুট আউটে নিহত সোনারপুরের ব্যবসায়ী, প্রোমোটিং নিয়ে দ্বন্দ্ব অনুমান পুলিশের

নিজস্ব সংবাদদাতা: এক বছরের মাথায় ফের শ্যুট আউটে দিনে দুপুরে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক ব্যবসায়ী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার রায়পুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, নিহত ব্যবসায়ীর নাম নারায়ণ বিশ্বাস। তিনি প্রোমোটিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ রায়পুরের নিজের বাড়ি থেকে বেরিয়ে কাছেই পুকুরে মাছের খাবার দিতে যাচ্ছিলেন নারায়ণবাবু। সেই সময় মুখ ঢাকা অবস্থায় চারজন দুষ্কৃতী এসে তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে পড়ে যান তিনি। তারপরে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় নারায়ণবাবুর।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই ঘটনার পরেই চারজন দুষ্কৃতী বাইক নিয়ে পালিয়ে যায় বলে খবর। গুলির আওয়াজ শুনে আশেপাশের বাসিন্দারা সেখানে ছুটে আসেন। সঙ্গে সঙ্গে নারায়ণবাবুকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় সোনারপুর থানায়। ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিশ। তাঁরা নারায়ণ বিশ্বাসের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশকে দেখেই বিক্ষোভ দেখানো শুরু করেন স্থানীয় বাসিন্দারা। দুষ্কৃতীদের গ্রেফতার করার দাবি জানাতে থাকেন তাঁরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গিয়েছে, বছর খানেক আগে আরও একবার গুলি চালানো হয়েছিল নারায়ণ বিশ্বাসের উপর। কিন্তু সে যাত্রায় তিনি বেঁচে গিয়েছিলেন। এবার আর বাঁচলেন না। পুলিশের প্রাথমিক অনুমান, প্রোমোটিং সংক্রান্ত বিবাদের জেরে এই হামলা চালানো হয়ে থাকতে পারে। নারায়ণ বিশ্বাসের কোনও শত্রু ছিল কিনা সে ব্যাপারে খোঁজ করছে পুলিশ। তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।

RELATED ARTICLES

Most Popular