Homeঅন্যান্যপি.কের স্লোগানেই বাজিমাত শ্রাবন্তীর! পার্থের বিরুদ্ধে দাঁড়িয়ে বললেন, বেহালা নিজের মেয়েকেই চায়

পি.কের স্লোগানেই বাজিমাত শ্রাবন্তীর! পার্থের বিরুদ্ধে দাঁড়িয়ে বললেন, বেহালা নিজের মেয়েকেই চায়

নিজস্ব সংবাদদাতা: একেই বলে তুমি চল ডালে ডালে তো আমি চলি পাতায় পাতায়। অনেক ভেবে চিন্তে প্রশান্ত কিশোর বা পি.কে ২০২১য়ের ট্যাগ লাইন দিয়েছেন, বাংলা নিজের মেয়েকেই চায়। বলা বাহুল্য ফের মমতা ব্যানার্জীকেই মুখ্যমন্ত্রী প্রোজেক্ট করাই এই ট্যাগ লাইনের উদ্দেশ্যে। এবার সেই ট্যাগ লাইনকে নিজের সঙ্গে জুড়ে দিয়ে বিজেপি প্রার্থী অভিনেত্রী শ্রাবন্তী বলছেন, বেহালা নিজের মেয়েকেই চায়।

 

বৃহস্পতিবারই বিজেপি কয়েকটি কেন্দ্র বাদ দিয়ে আটদফারই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। শ্রাবন্তী ভক্তদের কৌতূহল ছিল কোন কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন তিনি? বিজেপি-তে যোগ দেওয়ার পর থেকেই শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে এই কৌতূহল ছিল ভক্তদের৷ বিজেপি জানিয়ে দিয়েছে বেহালা পশ্চিমে প্রার্থী করা হয়েছে তাঁকে।
ওই কেন্দ্রে শ্রাবন্তীর প্রতিপক্ষ রাজ্যের শিক্ষামন্ত্রী এবং বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়৷ চট্টোপাধ্যায় ওই কেন্দ্রের দীর্ঘদিনের বিধায়ক। আর স্বাভাবিক ভাবেই এবারেও তাঁকেই প্রার্থী করেছে দল। আর সেখানেই প্রার্থী হওয়ার পরই শ্রাবন্তী শ্লোগান তুলেছেন বেহালা তার ঘরের মেয়েকেই চায়।

 

ওইদিনই নাম ঘোষণা হওয়ার পরই ময়দানে নেমে পড়েছিলেন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী৷ সন্ধ্যাতেই স্থানীয় মন্দিরে পুজো দিয়ে প্রচারে নেমে কয়েকটি এলাকা ঘুরেও ফেলেন তিনি। আর তখুনি তিনি এই ট্যাগ লাইন ধরিয়ে দেন সহকর্মীদের। বোঝা যায় বেশ ভাবনা চিন্তা করেই নেমেছেন তিনি। বেহালাতেই ছোট থেকে বড় হয়েছেন শ্রাবন্তী৷ তাই নিজের চেনা এলাকায় প্রার্থী হয়ে আরও আত্মবিশ্বাসী তিনি৷ প্রচারে নেমে সেকথা মনে করিয়ে দিয়ে তৃণমূলের স্লোগানকেই যেন খোঁচা দিলেন বিজেপি-র তারকা প্রার্থী৷ শ্রাবন্তীর কথায়, ‘বেহালা তার ঘরেরে মেয়েকে চায়!’

বৃহস্পতিবার কর্মীদের সঙ্গে নিয়ে নিজের সমর্থনে কয়েকটি দেওয়ালও লিখে ফেলেছেন তিনি৷  আত্মবিশ্বাসী শ্রাবন্তী অবশ্য বলছেন, ‘মন থেকে চাইলে অনেক কিছু করা সম্ভব৷ আমার দল যখন ভেবেছে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আমাকে দাঁড় করাবে নিশ্চয়ই কোনও পরিকল্পনা আছে৷ বেহালার জন্য অনেক উন্নয়ন করার পরিকল্পনা আছে৷’  কর্মীদের সঙ্গে নিয়ে খোশ গল্পে মশগুলও হয়েছেন আর তার ফাঁকেই বলে ফেলেছেন, সবাই যখন নিজের নিজের ছেলে মেয়েকেই চায়, ভূমিপুত্র-কন্যাকে চায় তখন বেহালার কী দোষ বল? বেহালাও বাইরের লোককে চাইবে কেন? বেহালা তার ঘরের মেয়েকেই চাইবে। আর বোধহয় একেই বলে শেয়ানে শেয়ানে কোলাকুলি।

RELATED ARTICLES

Most Popular