Homeএখন খবরস্থাবর-অস্থাবর মিলিয়ে শুভেন্দু কী মুখ্যমন্ত্রীর থেকে এগিয়ে?

স্থাবর-অস্থাবর মিলিয়ে শুভেন্দু কী মুখ্যমন্ত্রীর থেকে এগিয়ে?

নিউজ ডেস্ক: নির্বাচনী অ্যাকাউন্ট-সহ মোট ১৫ টি ব্যাংকে অ্যাকাউন্ট আছে শুভেন্দুর। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ২০১৬ থেকে বিধায়ক। শুভেন্দু অধিকারী গত প্রায় ৫ বছর রাজ্যের একাধিক দপ্তরের মন্ত্রী ছিলেন।এছাড়াও ছিল বিভিন্ন উন্নয়ন পর্ষদের পদ। যাবতীয় স্থাবর-অস্থাবর মিলিয়ে শুভেন্দু অধিকারীর মোট সম্পত্তির মূল্য মাত্র ৮০ লক্ষ টাকা। শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় এমনটাই দাবী করেছেন। সম্পত্তির নিরিখে নিজের প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্য টপকে গিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, শুক্রবারই নন্দীগ্রাম কেন্দ্র থেকে মনোনয়ন দিয়েছেন শুভেন্দু। তারপরই তাঁর সম্পত্তির পরিমাণ প্রকাশ্যে এসেছে। প্রাক্তন পরিবহণ মন্ত্রী হাতে ৫ হাজার টাকা নগদ নিয়ে ভোটযুদ্ধে নামছেন। হলফনামায় শুভেন্দু নির্বাচন কমিশনকে জানিয়েছেন, তার হাতে নগদ টাকা আছে মাত্র ৫০০০। তাঁর কোনও গাড়ি নেই। কোনও গয়না নেই। নির্বাচনী অ্যাকাউন্ট-সহ মোট ১৫ টি ব্যাংকে অ্যাকাউন্ট আছে শুভেন্দুর।

নন্দীগ্রামের বিজেপির প্রার্থীর স্থাবর সম্পত্তির মূল্য ২১ লক্ষ ৩৫ হাজার ১০২ টাকা। অস্থাবর সম্পত্তির মূল্য ৫৯ লক্ষ ৩১ হাজার ৬৪৭.৩২ টাকা। নন্দীগ্রামের গাংড়া-সহ কিছু জায়গায় সামান্য কিছু জমি আছে শুভেন্দুর নামে।

প্রসঙ্গত,বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এদিনই নন্দীগ্রামের নন্দনায়কবাড় এলাকায় নিজের নাম ভোটার হিসেবে নথিভুক্ত করেছেন।

RELATED ARTICLES

Most Popular