Homeএখন খবরবেচারামের সাথে সন্ধির প্রস্তাব অস্বীকার সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের, জোর জল্পনা তৃণমূলের...

বেচারামের সাথে সন্ধির প্রস্তাব অস্বীকার সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের, জোর জল্পনা তৃণমূলের অন্দরে

ওয়েব ডেস্ক : ‌দল থেকে পদত্যাগ করার পরও শুক্রবার সেই পদত্যাগ প্রত্যাহার করে নিয়েছেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না। কিন্তু বেচারামের পদত্যাগ প্রত্যাহারের পরও এখনও পর্যন্ত বেচারাম-মাস্টারমশাইয়ের সম্পর্কের জট কাটলো না শাসকদলের অন্দরে। শুক্রবারই সাংবাদিক সম্মেলন করে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে গন্ডগোলের কথা অস্বীকার করেছেন হরিপালের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না। এর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই শনিবার পাল্টা বেচারাম মান্নার সাথে সন্ধির প্রস্তাব রীতিমতো উড়িয়ে দিলেন সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। শনিবার এক সংবাদমাধ্যমকে সিঙ্গুরের মাস্টারমশাই তথা বর্ষীয়ান রাজনীতিবিদ রবীন্দ্রনাথ ভট্টাচার্য পরিষ্কার জানিয়ে দেন, বেচারাম মান্নাকে কোনোভাবেই বিশ্বাস করা যায়না।

সিঙ্গুরে রবীনাথ ভট্টাচার্য বনাম বেচারামের দ্বন্দ্ব নতুন নয়। দিন কয়েক আগে সেই আগুনেই ঘি পড়েছে বলেই মনে করা হচ্ছে। রবিবার হুগলি তৃণমূলের জেলা কমিটি ঘোষণা করা হয়। তাতে দেখা যায়, রবীন্দ্রনাথ ঘনিষ্ঠ সিঙ্গুরের ব্লক সভাপতি মহাদেব দাসকে সরিয়ে তার পরিবর্তে হরিপালের তৃণমূল বিধায়ক বেচারাম মান্নার ঘনিষ্ঠ গোবিন্দ ধাড়াকে বসানো হয়। আর এতেই চটেছেন সিঙ্গুরের প্রবীণ বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। এবিষয়ে সম্প্রতি বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য ক্ষোভ প্রকাশ করে বলেন, “যাঁরা দুর্নীতির সঙ্গে জড়িত নয় তাঁদের বাদ দেওয়া হবে আর যাঁরা দুর্নীতি করেছেন তাঁদের নেতৃত্বে আনা হবে, এ জিনিস মেনে নেওয়া যায় না।”

এদিকে, বৃহস্পতিবার বিধানসভায় পদত্যাগ পত্র জমা দেওয়ার পর পরই হরিপালের বিধায়ক বেচারাম মান্নাকে তৃণমূল ভবনে ডেকে পাঠান সুব্রত বক্সি। এরপরই শুক্রবার রাতে হরিপালের বিধায়ক বেচারাম মান্না সংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে তাঁর কোনওদিন কোনও গন্ডগোল ছিল না। তিনি আরও জানান, পুরো ঘটনাটাই সংবাদমাধ্যম বড় করে দেখিয়েছে। একইসঙ্গে এদিন তিনি দাবি করেন, সিঙ্গুর বিধানসভা নির্বাচনে ৪০ হাজার ভোটে তৃণমূল জিতবে।

কিন্তু রাত কাটতেই সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য তথা মাস্টারমশাই জানান, বেচারাম মান্নাকে কোনোভাবেই বিশ্বাস করা যায়না। এদিন বর্ষীয়ান রাজনীতিবিদ রবীন্দ্রনাথবাবু বেচারাম মান্নার দিকে অভিযোগ করে বলেন, “আমার ছোট ছেলে নাকি দুর্গাপুর রোডে লরি থেকে মাল চুরি করে সংসার চালায়। এই অভিযোগ শুনতে হয়েছে তাঁকে। আর আমি নাকি অবৈধ গাড়ি ব্যবহার করি।”

RELATED ARTICLES

Most Popular