Homeএখন খবরএশিয়ার সেরা ১০০ র মধ্যে উঠে এল ৬ আইআইটি, ১৭ধাপ ওপরে উঠে...

এশিয়ার সেরা ১০০ র মধ্যে উঠে এল ৬ আইআইটি, ১৭ধাপ ওপরে উঠে ২৩ আইআইটির মধ্যে দ্বিতীয় আইআইটি খড়গপুর

নিজস্ব সংবাদদাতা: এশিয়ার সেরা ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঘোষনা করেছে টাইমস হায়ার এডুকেশন। এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২০’ নামক এবছরের যে মূল্যায়ন তারা করেছে তার মধ্যে ভারতের ৮টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই আটের মধ্যে ৬টিই আইআইটি রয়েছে। প্রতিবছরই টাইমস হায়ার এডুকেশন এই ধরনের মূল্যায়ন করে থাকে যার ভিত্তি হয় শিক্ষার পরিবেশ, গবেষনা, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি ইত্যাদি বিষয়গুলি। সেই উত্‍‌কর্ষের নিরিখে এশিয়ার প্রথম ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ভারতের আটটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই আটটির মধ্যে ছ’টি আবার আইআইটি। স্বাভাবিক ভাবেই আইআইটি গুলির কাছে এটি যথেষ্ঠই সুখবর। এই মুহূর্তে দেশে মোট আইআইটির সংখ্যা ২৩টি।

যে আটটি শিক্ষা প্রতিষ্ঠান ১০০ র তালিকায় উঠে এসেছে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে তার মধ্যে সব চেয়ে আগে রয়েছে বেঙ্গালুরুর বিজ্ঞান প্রতিষ্ঠান ‘দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স’ বা আইআইএসসি ।এশিয়ার ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে তাদের স্থান ৩৬ নম্বরে। আইআইএসসি ছাড়াও প্রথম পঞ্চাশের মধ্যে চলে এসেছে আইআইটি-রোপড়। এদের র‌্যাংকিং ৪৭ নম্বরে। আইআইটি-খড়গপুরের র‌্যাংকিং ৫৯। আইআইটি-দিল্লি রয়েছে ৬৭ নম্বরে। আইআইটি-বোম্বের র‌্যাংকিং ৬৯। আইআইটি ইন্দৌর ও আইআইটি রুরকি রয়েছে যথাক্রমে ৫৫ ও ৮৩ নম্বরে।

তবে গতবছরের তুলনায় আইআইএসসি এবার ৭ ধাপ নেমে গেছে। অন্যদিকে ২৪ ধাপ এগিয়ে এসেছে আইআইটি দিল্লি আর আইআইটি খড়গপুর উঠেছে ১৭ধাপ উপরে। আর কামাল করে দিয়ে আইআইটি রোপড় ঢুকে পড়েছে সেরা ৫০-এ।  প্রথম ১০০-র মধ্যে ভারতের অষ্টম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্থান পেয়েছে ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি (৯২)।

যে পাঁচটি বিষয় এখানে দেখা হয় সেগুলি হল পাঠদান (শিক্ষার পরিবেশ); গবেষণা (আয়তন, আয় এবং খ্যাতি); উদ্ধৃতি (গবেষণার প্রভাব); আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি (কর্মী, ছাত্র এবং গবেষণা); এবং শিল্প আয় (জ্ঞান স্থানান্তর)। সংস্থাটি বলেছে নতুন প্রজন্মের আইআইটি রোপার গবেষণার প্রভাব বিষয়ে অসম্ভব ভাল কাজ করেছে এবং বাকি চারটি ক্ষেত্রেও সে যথেষ্ট কাজের সুযোগ সৃষ্টি করছে। টাইমস হায়ার এডুকেশনের মতে যে বিষয়গুলিতে আইআইটি গুলি পিছিয়ে আছে তা’হল আন্তর্জাতিক পড়ুয়াদের প্রতিষ্ঠানে আকর্ষিত করা। চারটি আইআইটি রোপার, খড়গপুর, ইন্দোরের বিদেশি পড়ুয়া শূন্য বলা হয়েছে। অন্যদিকে দিল্লি আর মুম্বাই মাত্র ১% এবং রুরকি মাত্র মোট পড়ুয়ার ২% বিদেশি পড়ুয়া নিয়ে রয়েছে।

এশিয়ার ৩০টি দেশ ও অঞ্চলের ৪৮৯টি প্রতিষ্ঠানকে এই মূল্যায়নের আওতায় আনা হয়েছিল যার মধ্যে ভারতের ৫৬টি ভারতীয় প্রতিষ্ঠান ছিল।জাপানের সর্বোচ্চ ১১০টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিনিধিত্ব করে। চিন থেকে ৮১টি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিত্ব করে। আর এশিয়া সেরার তালিকায় এক নম্বর নামটি সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের।

RELATED ARTICLES

Most Popular