Homeএখন খবরঅরুণাচল প্রদেশে অভিযানে পুলিশের গুলিতে খতম ছয় নাগা জঙ্গি, উদ্ধার একে 47,...

অরুণাচল প্রদেশে অভিযানে পুলিশের গুলিতে খতম ছয় নাগা জঙ্গি, উদ্ধার একে 47, চিনের তৈরি ড্রোন। অভিযান জম্মু ও কাশ্মীরেও ।

বিশেষ সংবাদদাতা: লাদাখের পর কী এবার উত্তর পূর্ব ভারতে বিশেষ করে অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় নজর দিচ্ছে চিন? চাপের মুখে লাদাখ সীমান্ত থেকে আপাতত পিছু হটতে বাধ্য হয় চিন সেনা । কিন্তু তারা এবার অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় দখলের চেষ্টা করছে বলে অভিযোগ । এই জন্য চিন নাগা জঙ্গিদের মদত দিচ্ছে বলেও অভিযোগ । শনিবার সকালে অরুণাচল প্রদেশের লংডিং এলাকায় পুলিশের অভিযানে মৃত্যু হয়েছে ছজন নাগা জঙ্গির । সেখান থেকে উদ্ধার করা হয় এ কে 47 রাইফেল । উদ্ধার করা হয় চিন দেশে তৈরি দুটি ড্রোন। তাতেই এই বিষয়টি জানা গিয়েছে বলে পুলিশ জানিয়েছে ।

অরুণাচল প্রদেশের ডি জি পি আর পি উপাধ্যায় জানিয়েছেন যে, ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড এর জঙ্গিরা লংডিং এলাকার এনগিনুতে জমায়েত করেছে বলে শুক্রবার রাতে নির্দিষ্ট খবর পাওয়ার পর সেখানে পুলিশ অভিযান চালায় । অরুণাচল প্রদেশ পুলিশ ও অসম রাইফেলস এই যৌথ অভিযান চালায় । শনিবার সকালে সেখানে দুপক্ষের মধ্যে গুলির লড়াই হয়েছে । তাতে ছ জন জঙ্গিকে নিকেশ করা গিয়েছে । সেখানে থেকে চারটি এ কে 47 রাইফেল ও চিনের তৈরি দুটি ড্রোন উদ্ধার করা হয় । এই অভিযানে অসম রাইফেলস র একজন জওয়ান আহত হয়েছে । তাকে মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে নাগাল্যান্ডের এই জঙ্গি সংগঠনকে মদত দিচ্ছে চিন । কারণ তারা ওই এলাকায় সীমান্ত দখল করতে চাইছে । এই জন্য জঙ্গিদের সাহায্য নিচ্ছে ।

অন্য দিকে, জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখাতে পাক মদতপুষ্ট জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই অব্যাহত রয়েছে । শনিবার সকালে নিয়ন্ত্রণ রেখার কাছে বারামুলার নওগাঁ সেক্টরে সেনা অভিযানে, গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই জঙ্গির । তাদের কাছ থেকে দুটি একে 47 রাইফেল পাওয়া যায় বলে সেনা বাহিনী জানিয়েছে। এই দিন সকালে নওগাঁ এলাকায় জঙ্গিদের গতিবিধি নজরে আসে টহলদারিতে রত সেনা বাহিনীর । তার পরে অভিযান চালানো হয় ।

RELATED ARTICLES

Most Popular