Homeপ্রযুক্তিআরও এক আকর্ষণীয় স্মার্ট ফোন লঞ্চ করতে চলেছে Redmi, Note 9 5G-...

আরও এক আকর্ষণীয় স্মার্ট ফোন লঞ্চ করতে চলেছে Redmi, Note 9 5G- এর এটি কি গ্লোবাল ভার্সান ?

টেক ডেস্ক: জনপ্রিয় স্মার্ট ফোনগুলির তালিকায় Redmi Note সিরিজের ফোন ব্যবহারকারীদের মন জয় করেছে। এর দুর্দান্ত ফিচার, ক্যামেরা কোয়ালিটি সবটাই নজর কাড়া। এবার আরও একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে Redmi। বেশ কিছু তথ্য সম্প্রতি উঠে এসেছে এই ফোন সম্পর্কে।

মনে করা হচ্ছে যে এটি হতে চলেছে Redmi Note 9 5G- এর গ্লোবাল ভ্যারিয়েন্ট এবং আগামী সপ্তাহে ফোনটি চীনে লঞ্চ হয়ে যাবে। কিছুদিন আগে একটি মডেল নং জানা গিয়েছিল, যেই মডেল নং টি ছিল M2007J22G। অনুমান করা হয়েছিল যে, এটি Redmi Note 10- এর গ্লোবাল ভ্যারিয়েন্টের নং। তবে এইবার FCC ডেটাবেস থেকে জানা গিয়েছে যে, M2007J22G মডেল নং টি Redmi Note 9T।

জানা গিয়েছে এই ফোনটি সম্পর্কে। কোম্পানি এর সাথে Redmi Note 9 5G- এর গ্লোবাল ভ্যারিয়েন্ট লঞ্চ করতে পারে। তবে Xiaomi ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে Redmi Note 10 সিরিজের ওপর। যদি Redmi Note 9T স্মার্টফোনটিই Redmi Note 9 5G -এর গ্লোবাল ভ্যারিয়েন্টটি হয় তবে কিছু স্পেসিফিকেশন সম্পর্কে ধারণা করা যাতে পারে। যেমন-

ফোনটিতে দেওয়া হতে পারে Dimensity 720 প্রসেসর। অন্যদিকে দেওয়া হতে পারে LED ডিসপ্লে এবং ১২০ হার্টজ-এর রিফ্রেশ রেটের সাথে লঞ্চ হতে পারে ফোনটি। অনুমান করা হচ্ছে যে ফোনটিতে দেওয়া হতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা। সম্প্রতি জানা গিয়েছে যে ২৪ নভেম্বর চীনে Redmi Note 9 Pro 5G লঞ্চ করা হবে।

RELATED ARTICLES

Most Popular