Homeএখন খবরআলোর ফোঁটা নিয়ে প্রান্তিকজনের দুয়ারে মেদিনীপুর ছাত্রসমাজ

আলোর ফোঁটা নিয়ে প্রান্তিকজনের দুয়ারে মেদিনীপুর ছাত্রসমাজ

নিজস্ব সংবাদদাতা: বদলে গেছে অনেক কিছুই শুধু বদলায়নি ওঁদের জীবন। আনন্দ উৎসব তো দুরের কথা সাধারন জীবন যাপনই ওঁদের এখনও অনেকের কাছে স্বপ্নই। জঙ্গলমহলের সেই অনালোকিত প্রান্তিকজনেদের কাছে আলোর ফোঁটা নিয়ে মঙ্গলবার, ভাতৃদ্বিতীয়ায় পৌঁছে গেলেন মেদিনীপুর ছাত্র সমাজের সদস্যরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির আগুইবিল গ্রামে আয়োজিত হোলো গন ভাইফোঁটার আসর আয়োজন করে আবারও অনন্য নজির স্থাপন করলো মেদিনীপুর ছাত্র সমাজ।  এটা যেন কোনো উৎসব নয় , আসলে বর্ণহীন জীবনের এক অনন্য উপহার তুলে দেওয়া হোলো গরিব মেয়েদের হাতে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিন মোট ১৫৫ জনকে দেওয়া হয় নতুন জামা, প্যান্ট । উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কৃষ্ণ গোপাল চক্রবর্তী , অনিমেষ প্রামানিক , ভাস্করব্রত পতি , শান্তনু অধিকারী , পূর্ণ চন্দ্র ভুঁইয়া প্রমুখ । জঙ্গলমহলের প্রত্যন্ত আগুইবিল , হরিনারায়নপুর , আমগোড়ার গরিব মেয়েরা  নতুন পোশাক পেয়ে দারুন খুশি । উল্লেখ্য গতবছর মেদিনীপুর ছাত্র সমাজের উদ্যোগে লালজলে এরকম গনভাইফোঁটার আয়োজন করা হয় ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই অনুষ্টানের আগে একটি ক্ষেত্রসমীক্ষা করে সমাজকর্মী ঝর্ণা আচার্য্য এবং মনিমালা সিং এ বছর আগুইবিলকেই নির্বাচিত করেছিলেন । সেই মত মঙ্গলবার এখানেই ভাই ফোঁটা আয়োজনের উদ্যোগ নেয় মেদিনীপুর ছাত্র সমাজ। উৎসবের এই অনাবিল আবেগ উদ্দীপনায় ভাগ করে নিয়েছিলেন জঙ্গলকন্যারাও। ছাত্র সমাজের সদস্যদের তাঁরা আদিবাসী প্রথা মেনে বরন করে নিয়েছেন ভাইফোঁটা দিয়ে ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সংগঠনের সভাপতি কৃষ্ণ গোপাল চক্রবর্তী জানান আগামী দিনে এই প্রান্তিক লোধা শবর জনগোষ্ঠীর উন্নয়নে আরও সদর্থক উদ্যোগ নেবে মেদিনীপুর ছাত্র সমাজ ।

RELATED ARTICLES

Most Popular