Homeএখন খবরচোখ মেললেন সৌমিত্র, আশা জাগালেন ফিরে আসার

চোখ মেললেন সৌমিত্র, আশা জাগালেন ফিরে আসার

ওয়েব ডেস্ক : অক্টোবরের প্রথমদিকে হাসপাতালে ভর্তির পর থেকেই একাধিকবার বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার উত্থান-পতন হয়েছে। গত কয়েকদিনের শারীরিক অবস্থার অবনতি কাটিয়ে মঙ্গলবার নিজে থেকেই চোখ মেলে চাইলেন সৌমিত্রবাবু। মঙ্গলবার রাতেই বেসরকারি হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে অভিনেতার বর্ত্মান শারীরিক অবস্থার কথা জানিয়েছেন। একইসঙ্গে জানানো হয়েছে, সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা এখনও উদ্বেগজনক থাকলেও আপাতত স্থিতিশীল।

হাসপাতালের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সৌমিত্রবাবুর রক্তের চতুর্থবার ডায়ালিসিস করা হয়েছে। অভিনেতার চতুর্থ ডায়ালিসিস সফল হয়েছে। পাশাপাশি ডায়ালিসিসের ফলে রক্তে ইউরিয়া ও ক্রিয়েটিনিনের মাত্রায় যথেষ্ট ভারসাম্য এসেছে। পাশাপাশি বেশ কিছুদিন যাবৎ প্রবাদপ্রতিম অভিনেতা তন্দ্রাচ্ছন্ন থাকার পর মঙ্গলবার নিজে থেকে চোখ মেলে তাকিয়েছেন তিনি। এর জেরে স্বাভাবিকভাবেই কিছুটা আশার আলো দেখছেন চিকিৎসকরা।

পাশাপাশি মঙ্গলবার অভিনেতাকে ফের রক্ত দেওয়া হয়েছে। গত কয়েকদিন তাঁর হিমগ্লোবিনের মাত্রা কমতে থাকলেও মঙ্গলবার রক্ত দেওয়ার পর তাঁর রক্তে হিমোগ্লোবিন ও অনুচক্রিকার মাত্রা কিছুটা স্বাভাবিক হয়েছে। পাশাপাশি নতুন করে তাঁর দেহে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়নি। বাড়েনি ভেন্টিলেশনের মাত্রাও। এবিষয়ে মঙ্গলবার চিকিৎসকদের তরফে মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে, যেহেতু সৌমিত্রবাবুর স্নায়ুর সমস্যাই এই মূহুর্তে বড় হয়ে দাঁড়িয়েছে, সেহেতু তা উপশম করতে আপাতত বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে সচেতন অবস্থায় নিয়ে আসতে হবে। মঙ্গলবার অভিনেতার শারীরিক অবস্থা সামান্য স্থিতিশীল হওয়ার পর বেশ খানিকটা আশাবাদী অভিনেতার মেডিকেল টিম।

RELATED ARTICLES

Most Popular