Homeএখন খবরকাটোয়ায় ঐতিহ্যবাহী হরিশচন্দ্র মেমোরিয়াল শিল্ডে চ্যাম্পিয়ন ন'নগর অম্বুজা স্পোটিং ক্লাব

কাটোয়ায় ঐতিহ্যবাহী হরিশচন্দ্র মেমোরিয়াল শিল্ডে চ্যাম্পিয়ন ন’নগর অম্বুজা স্পোটিং ক্লাব

গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমানঃআই এফ এ অনুমোদিত কাটোয়া পৌরসভার পরিচালনায়  কাটোয়ার গোবিন্দবাগান পৌরমাঠে গত ২ রা নভেম্বরে শুরু হয়েছিল ঐতিহ্যবাহী হরিশচন্দ্র মেমোরিয়াল উইনার্স শিল্ড ও ইষ্টপদ রানার্স কাপ ফুটবল প্রতিযোগিতা আজ তারই ফাইনাল খেলা অনুষ্ঠিত হল।মাঠে পায়রা উড়িয়ে ফাইনাল খেলার সূচনা করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রবিবার কাটোয়া পৌরসভার নিজস্ব ময়দান গোবিন্দবাগান মাঠে ফাইনালে মুখোমুখি হয় কাটোয়ার ন’নগর অম্বুজা স্পোটিং  ক্লাব ও বর্ধমানের এস এস কনস্ট্রাকশন।কাটোয়ার ন’নগর অম্বুজা স্পোটিং  ক্লাব ১-০ গোলে বর্ধমানের এস এস কনস্ট্রাকশনকে পরাজিত করে হরিশচন্দ্র মেমোরিয়াল উইনার্স শিল্ড লাভ করে।ইষ্টপদ দে রানার্স ট্রফি লাভ করে বর্ধমানের এস এস কনস্ট্রাকশন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
খেলার মাঠে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ,কাটোয়ার বিধায়ক তথা পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ চট্রোপাধ্যায়,বাংলার প্রাক্তন দুই  ফুটবলার সমরেশ চৌধুরী ও কার্তিক শেঠ, কাটোয়া থানার আই সি বিকাশ দত্ত সহ অন্যান্যরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য,এবছর এই প্রতিযোগিতায় ৮ টি দল অংশগ্রহণ করেছিল।দলগুলি হল রেলওয়ে এফ সি,বর্ধমানের এস এস কনস্ট্রাকশন, দেবগ্রাম ফুটবল ক্লাব,ইউনাইটেড স্পোর্টস ক্লাব,টালিগঞ্জ অগ্রগামী, মহামেডান স্পোটিং ক্লাব,পশ্চিমবঙ্গ পুলিশ স্পোর্টস ক্লাব ও কাটোয়ার ন’নগর অম্বুজা স্পোটিং  ক্লাব।খেলা দেখতে
শীতের দুপুরে খেলার মাঠে প্রচুর ক্রীড়ামোদী মানুষ উপস্থিত হয়েছিলেন।

RELATED ARTICLES

Most Popular