Homeএখন খবরদিল্লীতে জাতীয় স্তরে সাঁতার প্রতিযোগিতায় বাংলার হয়ে রূপো পেল পূর্ব মেদিনীপুরের শ্রীদ্বীপ

দিল্লীতে জাতীয় স্তরে সাঁতার প্রতিযোগিতায় বাংলার হয়ে রূপো পেল পূর্ব মেদিনীপুরের শ্রীদ্বীপ

অরুণ কুমার সাউ , তমলুক :   বিদ্যালয় ভিত্তিক ৬৫ তম জাতীয় সাঁতারে অনুর্ধ ১৯ বৎসর বিভাগে পূর্ব মেদিনীপুর তথা বাংলার হয়ে দুটি ইভেন্টে দ্বিতীয় হয়েছে শ্রীদ্বীপ মন্ডল। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার কোলা ইউনিয়ন হাই স্কুলের ছাত্র শ্রীদ্বীপ। গতকাল দিল্লী থেকে ফিরেই সোজা বিদ্যালয়ে আসে। সাথে সার্টিফিকেট সহ দুটি রুপোর পদক।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সারা দেশের বিভিন্ন রাজ্যের প্রতিযোগীদের মধ্যে এই সাফল্য।  ১৭ থেকে ২২ শে নভেম্বর দিল্লীতে অনুষ্ঠিত হয় বিদ্যালয় ভিত্তিক জাতীয় সাঁতার প্রতিযোগিতা। পশ্চিম বাংলা মোট ১৩টি পদক পেয়েছে। অনুর্ধ ১৪ বৎসর গ্রুপে বালক ৪টি ব্রোঞ্জ ও বালিকা ১ টি ব্রোঞ্জ। অনুর্ধ ১৭ বৎসর গ্রুপে কোনো সাফল্য নেই। অনুর্ধ ১৯ বৎসর গ্রুপে বালক ২টি রুপা ও ১টি ব্রোঞ্জ এবং বালিকা ২টি গোল্ড, ২টি সিলভার ও ১টি ব্রোঞ্জ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তার এই সাফল্য উচ্ছ্বসিত সমগ্র কোলাঘাট সহ কোলা ইউনিয়ন হাই স্কুলের ছাত্র ছাত্রী সহ শিক্ষকবৃন্দ। ওই বিদ্যালয়ে শিক্ষক সুজন বেরা বলেন, শিক্ষক হিসেবে আজ আমি দারুন আনন্দিত ও গর্বিত।একইভাবে আনন্দ পেতাম যখন ওর দাদা সুপ্রিয় এইভাবে পদক ঝুলিয়ে আসতো। যোগ্য দাদার যোগ্য ভাই। এটাই বিদ্যালয়ে ওর শেষ বছর। আগামী দিনে ওর আরো সাফল্য কামনা করছি।

RELATED ARTICLES

Most Popular