Homeরাজ্যউত্তরবঙ্গতৃণমুলের মিছিলে সাইকেল নিয়ে স্কুল পড়ুয়ারা! ট্যাব দিয়ে মিছিল করাচ্ছে শাসকদল, সমালোচনার...

তৃণমুলের মিছিলে সাইকেল নিয়ে স্কুল পড়ুয়ারা! ট্যাব দিয়ে মিছিল করাচ্ছে শাসকদল, সমালোচনার ঝড় শিলিগুড়ির খড়িবাড়িতে

নিউজ ডেস্ক:আদালতের নির্দেশ অমান্য করে স্কুল ইউনিফর্ম পড়া কচিকাঁচাদের নিয়ে সাইকেল মিছিল করল তৃণমূল কংগ্রেস।আইনকে বুড়ো আঙুল দেখিয়ে স্কুলের ছোট ছোট পড়ুয়াদের সাইকেলে দলীয় ঝান্ডা লাগিয়ে শাসকদলের রাজনৈতিক কর্মসূচিতে শামিল করার প্রতিবাদে সমালোচনার ঝড় উঠেছে অভিভাবক ও রাজনৈতিক মহলে । প্রতিবাদে সোচ্চার হয়েছেন বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি। কন্যাশ্রী বা সবুজ সাথীতো ছিলই তার ওপর কয়েকদিন আগেই অন-লাইন পাঠক্রমের জন্য দ্বাদশশ্রেণীতে ট্যাব দিয়েছে রাজ্য সরকার। অনেকের মতেই এই সরকারি সুবিধা এখন দলীয় মিছিল করে উসুল করে নিচ্ছে রাজ্য সরকার!

রবিবার শিলিগুড়ি মহকুমার খড়িবাড়িতে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কন্যাশ্রী,শিক্ষার্থীর সমর্থনে এবং কেন্দ্রীয় সরকারের নয়াকৃষি আইন ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে স্কুলের ছাত্রী ও মহিলাদের নিয়ে একটি সাইকেল মিছিল করা হয়। মিছিলটি খড়িবাড়ি থানঝোরা মোড় শুরু হয়ে খড়িবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন পথ পরিক্রম করে। পরে মিছিলটি খড়িবাড়ি ব্লক কার্যালয়ে এসে শেষ হয়। খড়িবাড়ি তারকনাথ সিন্দুরবালা বালিকা বিদ্যালয়, খড়িবাড়ি হাইস্কুল এবং খড়িবাড়ি হিন্দি হাইস্কুলের ছাত্রীরা স্কুল ইউনিফর্ম পড়ে সাইকেলে তৃণমূলের দলীয় পতাকা লাগিয়ে মিছিলে অংশগ্রহণ করে বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে খড়িবাড়ি এলাকার অভিভাবক ও খড়িবাড়ি রাজনৈতিক মহলের ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সিপিএম নেতা তথা খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি বাদল সরকার নাবালক পড়ুয়াদের নিয়ে এহেন রাজনৈতিক কর্মসূচি করার তীব্র সমালোচনা করেছেন।
“তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে ।স্কুলের পড়ুয়াদের স্কুল ইউনিফর্ম পড়িয়ে রাজনৈতিক কর্মসূচিতে সামিল করানো তারই উদাহরণ” এমনই মন্তব্য করে বিজেপির যুব মোর্চার দার্জিলিং জেলা সভাপতি কাঞ্চন দেবনাথ। তিনি প্রশাসনের কাছে তৃণমূলের এই বেআইনি রাজনৈতিক কর্মকাণ্ডের উপযুক্ত তদন্তের দাবি করেন।

এদিনের পড়ুয়াদের নিয়ে আয়োজিত মিছিলে তৃণমূলের খড়িবাড়ি ব্লক সভাপতি হিরণময় রায়, সাধারণ সম্পাদক পরিমল সিংহ সহ অঞ্চল সভাপতিরা উপস্থিত ছিলেন। যদিও ব্লক সভাপতি হিরণময় রায় বিষয়টিকে গুরুত্ব দিতে না চান নি। স্কুলের পড়ুয়াদের নিয়ে সাইকেল মিছিলটি করা ঠিক হয়নি বলে তিনি স্বীকার করেন। “উৎসাহিত কিছু ছাত্রী স্কুল ইউনিফর্ম পড়ে চলে এসেছে। মিছিলে অংশগ্রহণ করতে না দিলে তাদের মন খারাপ হবে”, তাই তাদের মিছিলে সামিল করা হয়েছে বলে তিনি যুক্তি দেন। যদিও পড়ুয়াদের একটি অংশ এও দাবি করেছে এই মিছিলে তাঁদের ইউনিফর্ম পরেই আসতে বলা হয়েছিল আর এও বলা হয়েছিল যে মিছিলে অংশ না নিলে সরকারি প্রকল্প বন্ধ করেও দেওয়া হতে পারে। যদিও তৃনমূলের দাবি কাউকে জোর করা হয়নি। সরকারের পড়ুয়াদরদী মনোভাব দেখেই পড়ুয়ারা সেচ্ছায় এসেছেন। বিষয়টি নিয়ে রীতিমত শোরগোল পড়ে গেছে এলাকায়।

 

RELATED ARTICLES

Most Popular