Homeএখন খবরকর্ণাটকে বাস চলাকালীন আচমকা অগ্নিকান্ড, পুড়ে ছাই ৫ যাত্রী

কর্ণাটকে বাস চলাকালীন আচমকা অগ্নিকান্ড, পুড়ে ছাই ৫ যাত্রী

ওয়েব ডেস্ক : সাত সকালে ভয়ঙ্কর দূর্ঘটনা কর্ণাটকে। জীবন্ত অবস্থায় বাসের মধ্যেই পুড়ে মৃত্যু হল ৫ জনের। বুধবার সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। কর্ণাটকের চিত্রদুর্গা এলাকায়। জানা গিয়েছে বাসটি বিজয়পুরা থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল। সেই সময় আচমকা দূর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাঁদের উদ্ধার করেন। এর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা প্রত্যেকেই চিকিৎসাধীন।

জানা গিয়েছে, বুধবার সকালে বেসরকারি বাসটি বিজয়পুরা থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল। সেই সময় বাসে ছিলেন পুরুষ, মহিলা এবং শিশু-সহ মোট ৩২ জন যাত্রী। কর্ণাটকের চিত্রদুর্গা এলাকায় ৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় আচমকাই বাসে আগুন লেগে যায়। বাসটি দাউদাউ করে জ্বলতে শুরু করে। বাসের মধ্যে থাকা যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই তীব্র আগুনের শিখায় মূহুর্তের মধ্যে গোটা বাসটিকে গ্রাস করে৷ এরপর আগুনে জীবন্ত অবস্থাতেই পুড়ে মৃত্যু হয় ৫ জনের। তাদের মধ্যে ১জন মহিলা এবং ২জন শিশুও রয়েছে।

এদিকে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। হিড়িয়ুরের পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনীও ঘটনাস্থলে পৌঁছায়। এরপর অগ্নিদগ্ধ অবস্থাতেই বাসে থাকা বাকি যাত্রীদের উদ্ধার করে দ্রুত তাঁদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে প্রত্যেকের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। কিন্তু বাসটি চলতে চলতে কীভাবে আচমকা বাসটিতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট কোনও ধারণা নেই। তবে, দমকলের প্রাথমিক তদন্তে অনুমান, ইঞ্জিন সংক্রান্ত সমস্যার কারণেই আচমকা অগ্নিকাণ্ডটি ঘটে। এই ঘটনায় ইতিমধ্যেই একটি মামলা রুজু করেছে পুলিশ। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।

RELATED ARTICLES

Most Popular