Homeএখন খবরবিধায়কের গ্রামে রেশন ডিলারের দেহ ঘিরে উত্তেজনা

বিধায়কের গ্রামে রেশন ডিলারের দেহ ঘিরে উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা: দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধানের গ্রামে এক রেশন ডিলারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ওই রেশন ডিলারকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে এমন দাবি তুলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় জনতা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে দাঁতন থানার তররুই গ্রামে। এদিন ভোরে বাড়ির ভেতর থেকে দাঁতনের তররুই গ্রামের  রেশন ডিলার অমূল্য কুমার বেরার (৭০) ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবার। খবর যায় পুলিশে মৃতদেহ সংগ্রহ করতে এলে পুলিশের সামনে ক্ষোভ উগরে দেয় গ্রামবাসীরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গ্রামবাসীদের দাবি, ওই বৃদ্ধকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য প্রায় চাপ দিত বৃদ্ধর নাতনির স্বামী বা নাত জামাই। কারন বৃদ্ধের ছেলে মদ্যপ। আর এটা নিয়ে অনেক সময় বৃদ্ধকে মারধরও করা হয়েছে। গ্রামবাসীদের দাবি পরিবারের লোকেদের হাতেই মার খেয়ে মৃত্যু হয় আর তারপর তাকে ঝুলিয়ে দেওয়া হয় গলায় দড়ি দিয়ে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ক্ষুব্ধ জনতা দাবি করে পরিবারের সদস্যদের গ্রেপ্তার করতে হবে।  উত্তেজনার জেরে দীর্ঘক্ষণ মৃতদেহ সংগ্রহ করতে পারেনি দাঁতন পুলিশ। গ্রামবাসীদের দাবি, পরিবারের দোষীদের গ্রেফতার করতে হবে। পুলিশ জানায় নির্দিষ্ট ভাবে কারও বিরুদ্ধে আভিযোগ অথবা ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া অবধি কাউকে গ্রেপ্তার করা যাবেনা । দীর্ঘ আলোচনার পর জনতাকে বুঝিয়ে মৃতদেহ উদ্ধার  করে থানায় আনে পুলিশ।

RELATED ARTICLES

Most Popular