Homeএখন খবরবাগডোগরায় শুরু ট্যাক্সি ধর্মঘট! যাত্রী ভোগান্তির আশঙ্কা

বাগডোগরায় শুরু ট্যাক্সি ধর্মঘট! যাত্রী ভোগান্তির আশঙ্কা

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, ২ জানুয়ারি: মঙ্গলবার সকাল থেকেই বাগডোগরা বিমানবন্দরে শুরু হল ট্যাক্সি ধর্মঘট। এদিন সকাল থেকে ফাঁকা ট্যাক্সি স্ট্যান্ড চোখে পড়ল। অন্যান্য দিনে এই স্ট্যান্ড জনবহুল থাকে।

প্রিপেইড ট্যাক্সি ভাড়া বাড়ানো, ট্যাক্স মুকুব করার দাবিতে বাগডোগরা অল ট্যাক্সি ড্রাইভার ওনার্স অ্যাসোসিয়েশন মঙ্গলবার থেকে ধর্মঘটের ডাক দিয়েছে। ফলে চরম অসুবিধার মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। তবে সরকারের তরফে এনবিএসটিসির দুটি বাস চালানো হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ওই দুটি বাস বিমানবন্দর থেকে শিলিগুড়ি পর্যন্ত পরিষেবা দেবে বলে জানা গিয়েছে।

গত শনিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে অল ট্যাক্সি ড্রাইভার ওনার্স অ্যাসোসিয়েশন ধর্মঘটের কথা জানায়। তাঁরা অভিযোগের সুরে জানান, লকডাউনে ৬ মাস তাঁরা ট্যাক্সি চালাতে পারেননি। ফলে পর্যটনমন্ত্রীর সঙ্গে দেখা করে ট্যাক্স মুকুব করার দাবি জানানো হয় সংগঠনের তরফে। এছাড়াও ২০০৮ সাল থেকে তাদের ভাড়া বৃদ্ধি হয়নি বলেও জানিয়েছেন চালকরা। বর্তমান পরিস্থিতিতে, যেখানে দ্রব্যমূল্যের দাম আকাশছোঁয়া, সেখানে দাঁড়িয়ে পুরোনো ভাড়া দিয়ে কোনওমতেই তাঁদের সংসার চালানো সম্ভব হচ্ছে না। এসব বিষয়কে সামনে রেখে তাঁরা প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন।

সংগঠনের অভিযোগ, সেসময় পর্যটনমন্ত্রী গৌতম দেবের তরফ থেকে তাঁদের আশ্বাস দেওয়া হয়, ১৫ দিনের মধ্যে তাদের সমস্যা খতিয়ে দেখা হবে। কিন্তু সেই সময়সীমা অতিক্রম হয়ে যাওয়ার পরেও কোনওরকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

RELATED ARTICLES

Most Popular